Florida Mass Shooting: বিশ্ববিদ্যালয় চত্বরে এলোপাথাড়ি গুলি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে স্টুডেন্টদের দেহ! পুলিশের ছেলে হয়ে এ কী করল! ভাইরাল ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুলিশ জানিয়েছে, ফিনিক্সের মা গত ১৮ বছর ধরে পুলিশকর্মী হিসাবে কাজ করেন৷ তাঁর বন্দুকই লুকিয়ে চুরি করেছিল তাঁর ছেলে৷ ঘটনাস্থল থেকে সেই বন্দুক উদ্ধারও হয়েছে৷ এছাড়া ছেলেটি পুলিশের একটি ট্রেনিং প্রোগ্রামেরও সদস্য ছিল৷
আমেরিকা: ফের শিক্ষা প্রতিষ্ঠানে গুলি৷ এবার বিশ্ববিদ্যালয় চত্বরে এলোপাথাড়ি গুলি চালানোর ভিডিও প্রকাশ্য এল ফ্লোরিডা থেকে৷ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় এক পুলিশকর্মীরই ছেলে৷ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ২ জন ইতিমধ্যেই মৃত, আহত বেশ কয়েকজন৷
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রের খবর, সন্দেহভাজন তরুণের নাম ফিনিক্স ইকনার৷ তার বয়স ২০-র আশপাশে৷ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিরই প্রাক্তন ছাত্র ছিল সে৷ তবে কি কারণে সে এদিনেই এই গুলি চালনার ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট হয়নি৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ফিনিক্সের মা গত ১৮ বছর ধরে পুলিশকর্মী হিসাবে কাজ করেন৷ তাঁর বন্দুকই লুকিয়ে চুরি করেছিল তাঁর ছেলে৷ ঘটনাস্থল থেকে সেই বন্দুক উদ্ধারও হয়েছে৷ এছাড়া ছেলেটি পুলিশের একটি ট্রেনিং প্রোগ্রামেরও সদস্য ছিল৷ সেখান থেকেও সে অস্ত্র পেয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ পুলিশের গুলিতে আহত হয়েছে অভিযুক্ত৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
advertisement
The woman who was walked by and filmed by an individual who was sipping a Starbucks latte during a sh**ting at Florida State University appears to be alive.
Thank goodness.
Footage is going viral of a person sipping coffee as they filmed a victim of the FSU sh**ting.
According… pic.twitter.com/BwLr9HUG7S
— Collin Rugg (@CollinRugg) April 17, 2025
advertisement
সেই বিভীষিকাময় মুহূর্তে কথা মনে পড়তেই শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা৷ এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, প্রথম গুলির আওয়াজ শুনতেই ক্যাম্পাসে বসে থাকা স্টুডেন্টরা ছুটোছুটি করতে শুরু করে দেয়৷ তারপর একটা ছেলেকে বন্দুক হাতে লনের মধ্যে হাঁটতে দেখেন তিনি৷ এরপরই একসঙ্গে ৮-১০টা গুলির আওয়াজ একসঙ্গে আসে৷
আরও পড়ুন :কাল থেকে কারা স্কুলে যেতে পারবেন…আর কারা নয়? স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, স্বস্তি চাকরিহারাদের একাংশের
শ্যুটিংয়ের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ পুলিশকর্মীরা জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনার পর ক্যাম্পাস সবদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রাথমিক উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর শিক্ষার্থীদের একটি নির্জন স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Location :
West Bengal
First Published :
April 18, 2025 10:38 AM IST