জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। মুম্বইয়ের লালবাগ এলাকার ইব্রাহিম কসম বিল্ডিংয়ের একতলায় ছোট্ট একটা ফ্ল্যাটে ২২ বছরের মেয়ের সঙ্গে থাকতেন ওই মহিলা। বেশ কিছুদিন ধরেই তাঁর খোঁজ মিলছিল না। প্রতিবেশীরাও গত ২ মাস ধরে তাঁর দেখা পাননি। বেশ কয়েকবার বোনের খোঁজও করেছিলেন ওই মহিলার ভাই।
advertisement
আরও পড়ুন: ট্রেনে মোবাইল চার্জ দেন কি? জেনে রাখুন এই নিয়ম, নাহলে বিপদে পড়বেন
অবশেষে, গত মঙ্গলবার সন্ধে নাগাদ বোনের জন্য থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁর ভাই। তারপর প্রৌঢ়ার ফ্ল্যাটে তল্লাশি চালাতেই মেলে দেহ। তবে ঠিক কী কারণে নিজের মাকে এমন নৃশংস ভাবে খুন করল, তা এখনও পরিষ্কার হয়নি পুলিশের কাছে।
অন্য আরেকটি ঘটনায়, ১৯ বছরের এক বাঙালি তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে চিঞ্চপোকলি এলাকার একটি নির্মীয়মাণ বহুতলের ১৩ তলা থেকে। যুবকের হাত ও পা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
আরও পডুন: বিনিয়োগ টানতে এবার কোন 'নয়া নীতি'র ঘোষণা! নজরে মুখ্যমন্ত্রীর বৈঠক, শিল্পমহলে জোর জল্পনা
স্থানীয়রা জানিয়েছে, নিহতের নাম মাসু্ মিঞা রমজান সরকার। সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভাই মুজাহিদের সঙ্গেই ওই নির্মীয়মাণ বহুতলে ছুতোরের কাজ করত সে। এক দিন নিখোঁজ থাকার পরেই, ওই বহুতল থেকে তাঁর দেহ উদ্ধার হয়।