আর কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আপাতত চলছে প্রাক-বিবাহ উৎসবের পালা। শুক্রবার ছিল অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠান। আর সেখানেই থাকল বিশেষ চমক। চার নাতি-নাতনিকে নিয়ে গানের একটি ভিডিও প্রকাশ্যে আনলেন মুকেশ এবং নীতা আম্বানি।
১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মচারী’ ছবির ‘ছক্কে মে ছক্কা’ গানে নাতি-নাতনিদের সঙ্গে একেবারে বলিউডি কায়দায় ধরা দিলেন মুকেশ এবং নীতা। সেই ভিডিওয় দেখা হুড খোলা গাড়ি চালাচ্ছেন মুকেশ। তাঁর পাশে সওয়ার নীতা। দু’জনের মুখেই উজ্জ্বল হাসি। পুরো গাড়ি সাজানো বর্ণিল সব বেলুন দিয়ে। চার নাতি-নাতনি পৃথিবী, আদিয়া, কৃষ্ণা, বেদার সঙ্গে হাসি আর আদরে বুঁদ তাঁরা।
advertisement
আরও পড়ুন: নাতি অনন্তের জন্য ‘ডান্ডিয়া নাইট’-এর আয়োজন কোকিলাবেন আম্বানির; রাজকীয় লেহেঙ্গায় অপরূপা রাধিকা
আরও পড়ুন: আগামী সপ্তাহেই বিয়ে, গান্ধিদের আমন্ত্রণ জানাতে ১০ জনপথে মুকেশ এবং অনন্ত
গত বৃহস্পতিবার রাতেই নাতি অনন্ত এবং হবু নাত-বৌ রাধিকার জন্য চোখধাঁধানো ডান্ডিয়া নাইটের আয়োজন করেছিলেন স্বয়ং কোকিলাবেন আম্বানি। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবেরা। অতিথি তালিকায় ছিলেন বলিউড তারকারাও।