কথাটা আক্ষরিক অর্থে ঠিকই। কারণ এবারের আইপিএলের প্রথম ম্যাচেই ধোনি বাঁ পায়ের হাঁটুতে চোট পান। তার পর থেকেই ধোনি খেলবেন না বলে জল্পনা ছড়িয়েছিল। তবে ধোনি হাল ছাড়ার পাত্র নন।
ধোনি খেললেন। আইপিএল চ্যাম্পিয়ন হলেন। তার পর জানিয়ে দিলেন, তিনি আরও একটা আইপিএল মরশুম খেলবেন। তবে তার জন্য চোট সারিয়ে ফিট হতে হবে তো! তাই আইপিএল শেষ হতেই ধোনি ছুটলেন হাসপাতালে। তড়িঘড়ি তাঁর হাঁটুর অপারেশন হয়ে গেল।
advertisement
আরও পড়়ুন- Rinku Singh: সুঠাম শরীরে পরনে শুধু বক্সার, সাগরে এ কোন অবতারে কেকেআরের রিঙ্কু
অপারেশনের পর ধোনি এখন ভালই আছেন। এরই মধ্যে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ধোনি মুম্বইয়ের ব্যস্ত ট্রাফিক সিগন্যালে এক ভক্তের সেলফির আবদার মেটাচ্ছেন।
আসলে ধোনি যখন গাড়িতে ছিলেন তখন সেই ভক্ত তাঁর পাশে স্কুটি নিয়ে এসে দাঁড়ান। ধোনিকে গাড়িতে দেখে তিনি অবাক হয়ে যান। এর পরই ধোনির কাছে সেলফির আবদার করেন। ধোনি গাড়ির কাঁচ নামিয়ে দেন। তার পর ভক্তের সেলফির আবদার মেটান হাসিমুখে।
