Rinku Singh: সুঠাম শরীরে পরনে শুধু বক্সার, সাগরে এ কোন অবতারে রিঙ্কু, নিজেই দিলেন আসক্ত না হওয়ার সাবধান বাণী

Last Updated:
Rinku Singh: বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ারগে মাচো, হট লুকসে অসংখ্যবার দেখেছেন ফ্যানেরা। এবার তাদের টেক্কা দিতে ময়দানে নামলেন রিঙ্কু সিং। আইপিএল ২০২৩-এ ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন কেকেআর তারকা। এবার পুরো অন্য অবতারে নেট দুনিয়ায় ঝড় তুললেন আইপিএলে টানা ৫ ছক্কার মালিক।
1/7
বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ারদের মাচো, হট লুকসে অসংখ্যবার দেখেছেন ফ্যানেরা। এবার তাদের টেক্কা দিতে ময়দানে নামলেন রিঙ্কু সিং।
বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়ারদের মাচো, হট লুকসে অসংখ্যবার দেখেছেন ফ্যানেরা। এবার তাদের টেক্কা দিতে ময়দানে নামলেন রিঙ্কু সিং।
advertisement
2/7
আইপিএল ২০২৩-এ ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন কেকেআর তারকা। এবার পুরো অন্য অবতারে নেট দুনিয়ায় ঝড় তুললেন আইপিএলে টানা ৫ ছক্কার মালিক।
আইপিএল ২০২৩-এ ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন কেকেআর তারকা। এবার পুরো অন্য অবতারে নেট দুনিয়ায় ঝড় তুললেন আইপিএলে টানা ৫ ছক্কার মালিক।
advertisement
3/7
আইপিএল শেষে ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন রিঙ্কু সিং। যেখানে গিয়ে সমুদ্র সৈকতে স্নান করার নিজের একাধিক ছবি শেয়ার করেছেন কেকেআরের নতুন তারকা।
আইপিএল শেষে ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছেন রিঙ্কু সিং। যেখানে গিয়ে সমুদ্র সৈকতে স্নান করার নিজের একাধিক ছবি শেয়ার করেছেন কেকেআরের নতুন তারকা।
advertisement
4/7
সম্পূর্ণ অন্য অবতারে রিঙ্কুকে দেখে হতবাক সকলেই। সুঠাম শরীরে পরনে শুধু বক্সার। ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বিশালাকার ট্যাটু। কব্জিতে ঝুলছে ব্রেসলেট।
সম্পূর্ণ অন্য অবতারে রিঙ্কুকে দেখে হতবাক সকলেই। সুঠাম শরীরে পরনে শুধু বক্সার। ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বিশালাকার ট্যাটু। কব্জিতে ঝুলছে ব্রেসলেট।
advertisement
5/7
মলদ্বীপে রিঙ্কু সিংয়ের এই মাচো লুক নেট দুনিয়ায় রীতিমত আগুন ধরিয়েছে। ফ্যানেদের সাবধান বাণী দিয়ে নিজেই ক্যাপশনে রিঙ্কু লিখেছেন, “সাবধান, আপনি আসক্ত হতে পারেন!”
মলদ্বীপে রিঙ্কু সিংয়ের এই মাচো লুক নেট দুনিয়ায় রীতিমত আগুন ধরিয়েছে। ফ্যানেদের সাবধান বাণী দিয়ে নিজেই ক্যাপশনে রিঙ্কু লিখেছেন, “সাবধান, আপনি আসক্ত হতে পারেন!”
advertisement
6/7
আলিগড়ের ছেলে রিঙ্কুকে বোধহয় এমন রূপে প্রথম দেখলেন অনুরাগীরা। যেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কারণ এমন রিঙ্কু তো সকলের কাছেই অদেখা।
আলিগড়ের ছেলে রিঙ্কুকে বোধহয় এমন রূপে প্রথম দেখলেন অনুরাগীরা। যেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কারণ এমন রিঙ্কু তো সকলের কাছেই অদেখা।
advertisement
7/7
প্রসঙ্গত, আইপিএলে দারুণ পারফরম্যান্সের পর এবার জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় রিঙ্কু সিং। খুব শীঘ্রই রিঙ্কু সিং জাতীয় দলে ডাক পেতে পারেন বলেও শোনা যাচ্ছে ক্রিকেট মহলে।
প্রসঙ্গত, আইপিএলে দারুণ পারফরম্যান্সের পর এবার জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় রিঙ্কু সিং। খুব শীঘ্রই রিঙ্কু সিং জাতীয় দলে ডাক পেতে পারেন বলেও শোনা যাচ্ছে ক্রিকেট মহলে।
advertisement
advertisement
advertisement