TRENDING:

Grok AI: 'Grok'-এর সাহায্যে মহিলাদের অশালীন ছবি! কড়া পদক্ষেপ কেন্দ্রের! ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এক্সকে

Last Updated:

ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুল ‘গ্রক’-এর অপব্যবহার নিয়ে এক্সকে আনুষ্ঠানিকভাবে নোটিসও পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক বা 'MeitY'। তথ্যপ্রযুক্তি আইন (IT Act) এবং আইটি রুলস অনুযায়ী নির্ধারিত ‘ডিউ ডিলিজেন্স’ বা আইনগত দায়িত্ব পালনে গুরুতর গাফিলতির অভিযোগ তোলা হয়েছে সংস্থার বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এলন মাস্কের মালিকানাধীন এক্স-এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুল ‘গ্রক’-এর অপব্যবহার নিয়ে এক্সকে আনুষ্ঠানিকভাবে নোটিসও পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক বা ‘MeitY’। তথ্যপ্রযুক্তি আইন (IT Act) এবং আইটি রুলস অনুযায়ী নির্ধারিত ‘ডিউ ডিলিজেন্স’ বা আইনগত দায়িত্ব পালনে গুরুতর গাফিলতির অভিযোগ তোলা হয়েছে সংস্থার বিরুদ্ধে।
এক্সকে চূড়ান্ত বার্তা কেন্দ্রের
এক্সকে চূড়ান্ত বার্তা কেন্দ্রের
advertisement

মন্ত্রকের নোটিসে বলা হয়েছে, গ্রক এআই ব্যবহার করে অশ্লীল, যৌন ইঙ্গিতপূর্ণ এবং অবমাননাকর কনটেন্ট তৈরি ও ছড়ানো হচ্ছে, যার মূল লক্ষ্য নারী ও শিশুরা। এই ধরনের কনটেন্টকে ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং ডিজিটাল নিরাপত্তার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে কেন্দ্র। অবিলম্বে ব্যবস্থা না নিলে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে এক্সকে—এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

advertisement

নোটিসে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছে, গ্রক-এর প্রযুক্তিগত নকশা ও গভার্ন্যান্স কাঠামো দ্রুত পর্যালোচনা করতে হবে। পাশাপাশি সমস্ত বেআইনি কনটেন্ট সরিয়ে ফেলতে হবে, দোষী ব্যবহারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে হবে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অমান্য হলে আইটি আইনের অধীনে ‘সেফ হারবার’ সুরক্ষা হারাতে পারে এক্স। পাশাপাশি একাধিক সাইবার আইন, ফৌজদারি আইন ও শিশু সুরক্ষা সংক্রান্ত আইনে পদক্ষেপ করা হতে পারে।

advertisement

এই নোটিসের পিছনে রয়েছে শিবসেনা দলের রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর অভিযোগ। তিনি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান।

চিঠিতে প্রিয়াঙ্কা চতুর্বেদী দাবি করেন, এক্স প্ল্যাটফর্মে একটি ‘নতুন প্রবণতা’ দেখা যাচ্ছে, যেখানে কিছু ব্যক্তি গ্রক এআই-কে ব্যবহার করে নারীদের ছবি বিকৃত করছে। অভিযোগ, ভুয়ো অ্যাকাউন্ট খুলে নারীদের ছবি আপলোড করা হচ্ছে এবং এআই বটকে এমন নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে ছবিতে পোশাক কমিয়ে নারীদের যৌনতাপূর্ণভাবে উপস্থাপন করা যায়।

advertisement

প্রিয়াঙ্কা চতুর্বেদী লেখেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এআই প্রযুক্তির চরম অপব্যবহার। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, গ্রক এই ধরনের অনুরোধ মেনে নিয়ে এই আচরণকে প্রশ্রয় দিচ্ছে।” তাঁর মতে, এটি নারীদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন এবং অনুমতি ছাড়া ছবি ব্যবহারের শামিল, যা শুধু অনৈতিক নয়, ফৌজদারি অপরাধও বটে।

সেরা ভিডিও

আরও দেখুন
২৪কে ছাপিয়ে গেল, ২৫, এই নিউইয়ারে বক্রেশ্বর পুণ্যার্থীদের পছন্দের উইকএন্ড ডেস্টিনেশন
আরও দেখুন

তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে প্রিয়াঙ্কা চতুর্বেদী সরকারের কাছে দাবি জানিয়েছেন, এক্স-এর সঙ্গে বিষয়টি কঠোরভাবে উত্থাপন করতে হবে এবং এআই অ্যাপ্লিকেশনগুলিতে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। তাঁর বক্তব্য, “সৃজনশীলতা ও উদ্ভাবনের আড়ালে ডিজিটাল মাধ্যমে প্রকাশ্যে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেওয়া যায় না। এই বিষয়ে ভারত নীরব দর্শক হয়ে থাকতে পারে না।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Grok AI: 'Grok'-এর সাহায্যে মহিলাদের অশালীন ছবি! কড়া পদক্ষেপ কেন্দ্রের! ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এক্সকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল