TRENDING:

Amit Shah Shamik Bhattacharya Meeting: কলকাতা থেকে ফিরেই শমীককে দিল্লিতে তলব শাহের, কী কী বিষয়ে আলোচনা? উঠল দিলীপ প্রসঙ্গও

Last Updated:

শুক্রবার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাত্র দু দিন আগেই রাজ্য সফর সেরে ফিরেছেন৷ শুক্রবার ফের দিল্লিতে ডেকে পাঠিয়ে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, এ দিনের বৈঠকে আগামী নির্বাচনে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দু জনের৷ মতুয়াদের সমর্থন থেকে শুরু করে রাজ্যের সংখ্যালঘু প্রভাবিত কেন্দ্রে দলের সংগঠনের হাল নিয়েও শমীকের থেকে রিপোর্ট নিয়েছেন শাহ৷ এমন কি বৈঠকে দিলীপ ঘোষের প্রসঙ্গও উঠেছে বলে সূত্রের খবর৷
দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শমীক ভট্টাচার্যের৷
দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শমীক ভট্টাচার্যের৷
advertisement

গত সোমবার রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ৷ বুধবার দিল্লি ফেরেন তিনি৷ তার আগে কলকাতায় দলের সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি৷ সায়েন্স সিটিতে কলকাতা এবং সংলগ্ন চারটি সাংগঠনিক জেলার নেতাকর্মীদের নিয়েও সভায় বক্তব্য রাখেন শাহ৷ শহর ছাড়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং দুই প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে নিয়েও আলাদা বৈঠক করেন অমিত শাহ৷

advertisement

তার পরেও শুক্রবার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ৷ সূত্রের খবর, রাজ্যে সংখ্যালঘু প্রভাবিত যে চল্লিশ বিধানসভা রয়েছে, সেখানে বিজেপি-র সাংগঠনিক শক্তি নিয়ে খোঁজখবর নেন শাহ৷ কিন্তু ওই বিধানসভাগুলিতে যে বিজেপি-র কার্যত দাঁত ফোটানোর ক্ষমতা নেই, বৈঠকে তা একরকম স্বীকার করেন নেওয়া হয়৷

এর পাশাপাশি রাজ্যের বাকি যে কেন্দ্রগুলিতে তৃণমূলের তুলনায় বিজেপি সাংগঠনিক ভাবে দুর্বল, সেখানে ভোট কাটার কৌশল হিসেবে কীভাবে অন্য দলগুলিকে ব্যবহার করা যায়, তা নিয়েও বৈঠকে কথা হয়েছে বলে সূত্রের খবর৷ বৈঠকে মতুয়া সম্প্রদায় প্রভাবিত বিধানসভাগুলির রাজনৈতিক পরিস্থিতি এবং এসআইআর নিয়েও কথা হয় শাহ-শমীকের৷

advertisement

তবে এ দিনের বৈঠকেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গ আলোচনায় উঠেছে বলে খবর৷ কলকাতায় তিনি নির্দেশ দিয়ে যাওয়ার পরেও দিলীপ ঘোষ রাজনৈতিক বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন বলে শাহ শমীকের কাছে উষ্মা প্রকাশ করেন বলে খবর৷ এমন কি, দিলীপকে সক্রিয় করানোর জন্য তিনিই যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তদ্বির করেছিলেন, শমীককে সেকথাও মনে করিয়ে দেন শাহ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি খাতা লেখার কৌশল ও সময় ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ পরামর্শ
আরও দেখুন

বিজেপি রাজ্য সভাপতির দাবি, কলকাতায় ব্যস্ত সূচির মধ্যে তাঁর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেই জন্যই তাঁকে শুক্রবার দিল্লিতে তলব করা হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah Shamik Bhattacharya Meeting: কলকাতা থেকে ফিরেই শমীককে দিল্লিতে তলব শাহের, কী কী বিষয়ে আলোচনা? উঠল দিলীপ প্রসঙ্গও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল