আসানসোলের পলাশডিহার শিবানি পাড়ার বাসিন্দা মিলন দাস। সামান্য কাজকর্ম করে কোনও রকমে সংসার চালান। সংসারে অভাব অভিযোগ প্রায় নিত্যসঙ্গী। এই অবস্থাতেই মুশকিল আসান হয়ে আবির্ভূত হল লটারির টিকিট।
আরও পড়ুন: কাল ছিলেন বিজেপির সভায়, আজ তৃণমূল নেতৃত্বের পাশে, বীরভূমের সমরকে ঘিরে রহস্য
গত মঙ্গলবার পাঁচগাছিয়া মোড়ে উত্তম বাউরি নামক এক লটারি বিক্রেতার কাছে ৫০ সেমের একটি লটারি কিনেছিলেন মিলন। রাত ৮টা বাজতেই জ্যাকপট। মিলন জানতে পারলেন, তাঁরই কেনা লটারি নাকি জিতে ফেলেছে এক্কেবারে প্রথম পুরস্কার। অর্থাৎ, তাঁর হাতে এবার পৌঁছে যাবে কড়কড়ে কোটি টাকার নোট।
advertisement
আনন্দে আত্মহারা মিলন প্রথমে তো বুঝেই উঠতে পারছিলেন না কী করবেন, কী না করবেন। মিলনবাবুর পরিবারেও বয়ে যায় খুশির হাওয়া। কিন্তু পুরস্কার জিতলেও, লটারি নিয়ে ঝক্কি তো কম নেই। বিশেষ করে যখন রাজ্যজুড়ে এই লটারি নিয়েই না না সব কাণ্ড খবরে আসছে। তাই সবশেষে, সবদিক বিবেচনা করে মিলনবাবু সিদ্ধান্ত নেন, লটারির টিকিটটি তিনি পুলিশের কাছেই জমা দেবেন। বুধবার তাঁর হাতে এক কোটি টাকা তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 'তৃণমূলের জন্যই ঠাকুরবাড়ির অনেকের প্রাণহানি হয়েছে', শান্তনুর মন্তব্যে বিতর্কের ঝড়
লটারি জেতার পরে মিলন বাবু বলেন, "অনেকবারই তো লটারির টিকিট কিনেছি। ভাগ্যে শিকে ছিঁড়ল এই একবারই। এক কোটি টাকা পেলাম।" এই টাকা দিয়ে জমজমাট করে মেয়ের বিয়ে দেবেন। বাড়ির খুবই খারাপ অবস্থা, তা সারাইয়ের কাজে হাত দেবেন। এখন কত কী যে প্ল্যান!