নংথাইম্মাই কেন্দ্র ছাড়াও আম্পাতি আসনেও জয় পেল তৃণমূল কংগ্রেস। ওই আসনে তৃণমূল এর মিয়ানি ডি সিরা জয়ী হলেন। ২০০০ হাজারেরও বেশী ভোটে জয়ী হলেন তৃণমূল প্রাথী। নিকটবর্তী এনপিপিকে হারিয়ে জয়ী হল তৃণমূল।
আরও পড়ুন: অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু! একাধিক অঙ্গ বিকল... কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু হগলির শিশুর
মেঘালয়ে দাদেঙ্গি এই আসনেও জয় পেল তৃণমূল। এখানে মাত্র ১৮টি ভোটে জয় পেল তৃণমূল। এনপিপিকে হারিয়ে জয় পেল তৃণমূল। রূপা এম মারাক তৃণমূলের হয়ে জয় পেল। টিকক্রিকিলা আসনে হেরে গেলেন মুকুল সাংমা। যদিও তিনি দুটি আসনে লড়ছেন। অন্যদিকে সনশাক আসনে জয়ের পথে তিনি।
advertisement
নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরা তিন রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল আজ। এক্সিট পোলের হিসেব অনুযায়ী দেখা গিয়েছিল ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগীর জোট। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যাবে। ফলাফলেও তেমনটাই দেখা গেল।
মেঘালয় নির্বাচনের ফলাফল বলছে তৃণমূল কংগ্রেস ৫টি আসনে এখানে এগিয়ে আছে এই পর্যন্ত। সবমিলিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে অবশেষে মেঘালয়ের ভোট চিত্রে দাঁত ফোটাতে সফল হল তৃণমূল কংগ্রেস।
সোমরাজ বন্দ্যোপধ্যায়