TRENDING:

Meghalaya Assembly Election‍ || BJP: কন্যাসন্তান জন্মালেই ৫০ হাজার টাকা! মেয়েদের মন পেতে মরিয়া বিজেপি

Last Updated:

বুধবার, জেপি নাড্ডার হাত ধরে মেঘালয়ে প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তাহার। সেই ইস্তাহারের ছত্রে ছত্রে মহিলাদের বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি। বিজেপির শাসনে তৈরি হবে 'মেগা মেঘালয়'। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেঘালয়: এবার মেঘালয়ের মহিলা ভোটারদের উপরে বিশেষ নজর বিজেপি-র। বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য ভুরি ভুরি আশ্বাস। তৃণমূলের WE card-এর পালটা এবার বিজেপির 'স্পেশাল স্কিম'। স্বামীহীনা ও একা মায়েদের মাসিক ২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। বছরে ২টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। আর কন্যাসন্তান জন্মালেই এককালীন ৫০ হাজার টাকা।
advertisement

বুধবার, জেপি নাড্ডার হাত ধরে মেঘালয়ে প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তাহার। সেই ইস্তাহারের ছত্রে ছত্রে মহিলাদের বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি। বিজেপির শাসনে তৈরি হবে 'মেগা মেঘালয়'। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আরও পড়ুন: মানিকে ভরসা নেই? তাহলে কে হবে মুখ্যমন্ত্রীর 'মুখ'? এবার কি ত্রিপুরার 'মমতা' খুঁজছে বিজেপি?

advertisement

মেঘালয়ে প্রচার পর্বের শুরু থেকেই সে রাজ্যের নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। নিজেদের ইস্তাহারে মেঘালয় প্রশাসনের সেই দুর্নীতি দূরীকরণের দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিজেপি। ক্ষমতায় এলে দুর্নীতির তদন্তে স্পেশাল টাস্ক ফোর্স তৈরির ঘোষণা করেছেন  নাড্ডারা। এছাড়াও, মেঘালয়ের সরকারি কর্মচারীর ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে সপ্তম পে কমিশন লাগু করার প্রতিশ্রুতিও।

advertisement

ইস্তাহারে কোন কোন বিষয়ে বিশেষ নজর দিয়েছে পদ্মশিবির, দেখে নেওয়া যাক এক ঝলকে----

আরও পড়ুন: বিশ্বভারতীকে সোনার ডিম দেওয়া হাঁসের সঙ্গে তুলনা! ফের বিতর্কে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

১) এলপিজি সিলিন্ডার উজ্জ্বলা যোজনায় বছরে দুটো করে বিনামূল্যে সিলিন্ডার।

২) তৈরি করা হবে স্পেশাল ইকনমিক জোন, যুবদের কর্মসংস্থানে নজর।

৩) কন্যাসন্তান জন্মালেই দেওয়া হবে ৫০ হাজার টাকা।

advertisement

৪) মেঘালয়ে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা হবে।

৫) পিএম-কিষাণ সম্মান নিধি যোজনায় ২০০০ টাকা করে কৃষকদের।

৬) দ্বিগুণ করা হবে সিনিয়র সিটিজেনদের পেনশন।

৭) ভূমিহীন কৃষকদের দেওয়া হবে ৩০০০ টাকা।

৮) মৎস্যজীবীদের ৬০০০ টাকা করে।

৯) স্বামীহীনা ও একা মায়েরা পাবেন মাসিক ২০০০ টাকা।

১০) সমস্ত দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে স্পেশাল টাস্ক ফোর্স।

advertisement

১১) ১০০% আবাস যোজনায় বাড়ি। সব কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১২) ঘরে ঘরে বানানো হবে শৌচালয়।

বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Assembly Election‍ || BJP: কন্যাসন্তান জন্মালেই ৫০ হাজার টাকা! মেয়েদের মন পেতে মরিয়া বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল