বুধবার, জেপি নাড্ডার হাত ধরে মেঘালয়ে প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তাহার। সেই ইস্তাহারের ছত্রে ছত্রে মহিলাদের বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি। বিজেপির শাসনে তৈরি হবে 'মেগা মেঘালয়'। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
advertisement
মেঘালয়ে প্রচার পর্বের শুরু থেকেই সে রাজ্যের নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। নিজেদের ইস্তাহারে মেঘালয় প্রশাসনের সেই দুর্নীতি দূরীকরণের দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিজেপি। ক্ষমতায় এলে দুর্নীতির তদন্তে স্পেশাল টাস্ক ফোর্স তৈরির ঘোষণা করেছেন নাড্ডারা। এছাড়াও, মেঘালয়ের সরকারি কর্মচারীর ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে সপ্তম পে কমিশন লাগু করার প্রতিশ্রুতিও।
ইস্তাহারে কোন কোন বিষয়ে বিশেষ নজর দিয়েছে পদ্মশিবির, দেখে নেওয়া যাক এক ঝলকে----
আরও পড়ুন: বিশ্বভারতীকে সোনার ডিম দেওয়া হাঁসের সঙ্গে তুলনা! ফের বিতর্কে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
১) এলপিজি সিলিন্ডার উজ্জ্বলা যোজনায় বছরে দুটো করে বিনামূল্যে সিলিন্ডার।
২) তৈরি করা হবে স্পেশাল ইকনমিক জোন, যুবদের কর্মসংস্থানে নজর।
৩) কন্যাসন্তান জন্মালেই দেওয়া হবে ৫০ হাজার টাকা।
৪) মেঘালয়ে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা হবে।
৫) পিএম-কিষাণ সম্মান নিধি যোজনায় ২০০০ টাকা করে কৃষকদের।
৬) দ্বিগুণ করা হবে সিনিয়র সিটিজেনদের পেনশন।
৭) ভূমিহীন কৃষকদের দেওয়া হবে ৩০০০ টাকা।
৮) মৎস্যজীবীদের ৬০০০ টাকা করে।
৯) স্বামীহীনা ও একা মায়েরা পাবেন মাসিক ২০০০ টাকা।
১০) সমস্ত দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে স্পেশাল টাস্ক ফোর্স।
১১) ১০০% আবাস যোজনায় বাড়ি। সব কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে।
১২) ঘরে ঘরে বানানো হবে শৌচালয়।