Suvendu Adhikary: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বয়কট শুভেন্দুর, নালিশ জানিয়ে রাজ্যপালকে চিঠি, এবার কোন আর্জি?
- Published by:Satabdi Adhikary
- Written by:ARUP DUTTA
Last Updated:
এই নির্বাচন অবৈধ এই অভিযোগে নিয়োগে অনুমোদন না দিতে রাজ্যপালকে অনুরোধ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা: বৈঠকের টেবিলে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ২৫ নভেম্বরের ঘটনার পুনরাবৃত্তি হল না বুধবার। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে যোগই দিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও, তাঁকে বাদ দিয়েই সংক্ষিপ্ত আকারে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে হয় এদিনের বৈঠক। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন ডিজিপি শ্রী বীরেন্দ্র। এদিকে বীরেন্দ্রর নির্বাচন ও নিয়োগকে অবৈধ বলে দাবি করে নিয়োগে অনুমোদন না দেওয়ার জন্য রাজ্যপালের কাছে দাবি জানান শুভেন্দু।
প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে খালি পড়ে ছিল রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদ। এই বছরে ওই পদের জন্য ১৫টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ৫ জনের আবেদন তাঁদের বয়সের কারণে বাতিল করা হয়। বাকি ১০ জনের প্রার্থী তালিকা থেকে প্রাক্তন ডিজিপি বীরেন্দ্রকে রাজ্যের তথ্য কমিশনের হিসাবে আজ নির্বাচন করা হল আজ।
advertisement
আরও পড়ুন: বিশ্বভারতীকে সোনার ডিম দেওয়া হাঁসের সঙ্গে তুলনা! ফের বিতর্কে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
আজ, বুধবার বিধানসভায় অধ্যক্ষ্যের ঘরে, বেলা ১২টা এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, বিরোধী দলনেতা বৈঠক বয়কট করায় স্পিকারের দফতরের বদলে মুখ্যমন্ত্রীর ঘরেই এই বৈঠক হয়। নির্ধারিত সময়ের আগেই ট্যুইট করে ওই বৈঠক বয়কট করার কথা জানিয়ে দেন শুভেন্দু।
advertisement
advertisement
প্রথা অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নির্বাচন ও নিয়োগ সংক্রান্ত কমিটিতে থাকেন মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী ও বিরোধী দলনেতা। সেই প্রথা অনুযায়ী, বৈঠকে যোগ দেওয়ার জন্য গত ৩ ফেব্রুয়ারি, রাজ্য সরকারের তরফে অতিরিক্ত মুখ্যসচিব বি পি গোপালিকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে সরকারি ভাবে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এদিন বৈঠকে যোগ না দেওয়ার কারণ জানিয়ে ট্যুইট করার পাশাপাশি, গোপালিকাকেও চিঠি পাঠান শুভেন্দু।
advertisement
আরও পড়ুন: সাংসদ হিসাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন বলেই ছাঁটা হয়েছিল ডানা, আবারও বিস্ফোরক দাবি শুভেন্দুর
চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন, মুখ্য তথ্য কমিশনার নির্বাচন ও নিয়োগের জন্য আবেদন চেয়ে সরকারের দেওয়া বিজ্ঞাপন নিয়ম মেনে করা হয়নি। সেই কারণেই, তাঁর আশঙ্কা, কোনও পূর্ব নির্ধারিত প্রার্থীকেই ওই পদে বসাতে চলেছে রাজ্য। তাই, এদিনের বৈঠকে যোগ দিচ্ছেন না তিনি।
advertisement
গত বছর জুন মাসে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসাবে বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই পদ শূন্য ছিল। কমিশনের সদস্য রাজ কানোজিয়া ও নবীন প্রকাশরা কমিশনের কাজ চালচ্ছিলেন। আজ মুখ্য তথ্য কমিশনার নিয়োগ চূড়ান্ত হওয়ায় শূন্যপদের সমস্যা আপাতত কাটল। তবে, এই নির্বাচন ও নিয়োগের বিরোধিতা করে বিরোধী দলনেতার বৈঠক বাতিল করায় নির্বাচন ও নিয়োগের বিষয়টি মসৃণ হল না।
advertisement

২০২১-এর নির্বাচনে বিপুল ভোটে জেতার পর, শাসক ও বিরোধী বিজেপির মধ্যে সমন্বয়ের চূড়ান্ত অভাব দেখা গিয়েছে। সম্ভবত, সে কথা মাথায় রেখেই লোকায়ূক্ত, মানবাধিকার কমিশনের,তথ্য কমিশনারের মত সাংবিধানিক পদের মেয়াদ বাড়ানোর কথা ভাবছে রাজ্য। সব ঠিকঠাক থাকলে চলতি অধিবেশনেই এই লক্ষ্যে বিল আনতে পারে রাজ্য সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 15, 2023 3:23 PM IST