TRENDING:

Housewife Posing as Lover's Dead Mother: ‘মৃত মায়ের পুনর্জন্ম’ সাজিয়ে নকল পরিচয়ে প্রেমিকের সঙ্গে চ্যাট! ৫ মাস আগেই স্বামীকে খুন করার পরিকল্পনা ছকে ফেলে গৃহবধূ

Last Updated:

Housewife Posing as Lover's Dead Mother:নিথর দেহকে ১৫ খণ্ডে টুকরো করে একটি ড্রামে ভরে সেটার মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়৷ এখানেই শেষ নয়৷ স্বামীর পাশাপাশি প্রেমিকও ছিল তাঁর চক্রান্তের নিশানায়৷ তাকে নিশানা করে অন্য দুষ্কর্মে লিপ্ত হয়েছিল সে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: পরতে পরতে পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে মেরঠের হত্যাকাণ্ডে অভিযুক্ত স্ত্রী মুসকান রস্তোগীর দুষ্কর্মের নানা দিক৷ অভিযোগ, প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে ষড়যন্ত্র করে মার্চেন্ট নেভি স্বামীকে খুন করে সে৷ তার পর নিথর দেহকে ১৫ খণ্ডে টুকরো করে একটি ড্রামে ভরে সেটার মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়৷ এখানেই শেষ নয়৷ স্বামীর পাশাপাশি প্রেমিকও ছিল তাঁর চক্রান্তের নিশানায়৷ তাকে নিশানা করে অন্য দুষ্কর্মে লিপ্ত হয়েছিল সে৷
স্বামীর পাশাপাশি প্রেমিকও ছিল তাঁর চক্রান্তের নিশানায়
স্বামীর পাশাপাশি প্রেমিকও ছিল তাঁর চক্রান্তের নিশানায়
advertisement

প্রেমিককে ঠকানোর জন্য প্রযুক্তিকে হাতিয়ার করেছিল মুসকান৷ শরণাপন্ন হয়েছিল স্ন্যাপচ্যাটের৷ সেখানে সে নকল পরিচয়ে সাহিল শুক্লার সঙ্গে চ্যাট করত৷ ক্রমে সাহিলের বিশ্বাস হয়েছিল যে তার মৃত মায়ের পুনর্জন্ম হয়েছে৷ তদন্তকারী পুলিশ আধিকারিকদের ধারণা, এভাবে চ্যাট করে প্রেমিককে বশ করে সে৷ বাধ্য করে তার সঙ্গে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত হতে৷ এমন নয় যে সাহিলের মায়ের নামে চ্যাট করত সে৷ কিন্তু পরিচয় গোপন রেখে এমনভাবে চ্যাট করত, সাহিলের মনে হত তার মৃতা মা ফিরে এসেছেন৷

advertisement

প্রসঙ্গত ২০১৬ সালে বিয়ে হয় সৌরভ রাজপুত এবং মুসকান রস্তোগীর৷ ৩ বছর পরই তাঁদের সম্পর্কে ফাটল ধরে৷ ২০১৯ সালে আলাদা থাকতে শুরু করেন তাঁরা৷ তার কিছু আগে সে বছরই জন্ম হয় তাঁদের মেয়ের৷ কিন্তু স্ত্রীর প্রেমের সম্পর্ক জানতে পারার পর একসঙ্গে থাকতে চাননি সৌরভ৷ চলতি বছর মেয়ের টানে লন্ডন থেকে দেশে আসেন তিনি৷ গত ২৮ ফেব্রয়ারি ছিল তাঁর মেয়ের ৬ বছরের জন্মদিন৷ এর পর ৪ মার্চ থেকে তিনি নিখোঁজ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সৌরভকে খুন করার সিদ্ধান্ত নেয় মুসকান ও সাহিল। অভিযোগ, ৪ মার্চ সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মুসকান এবং সাহিল তাকে ছুরির আঘাতে খুন করে। এরপর, মুসকান ও সাহিল মৃতদেহ কেটে টুকরো টুকরো করে একটি ড্রামে ভরে এবং ভেজা সিমেন্ট দিয়ে তার মুখ বন্ধ করে দেহটি ফেলে দেয়।

advertisement

এর পর প্রেমিকের সঙ্গে হিমাচলে বেড়াতে চলে যায় মুসকান৷ ফিরে এসে তাকে বাড়িওয়ালার হুকুমে বাড়ি ছাড়ার তোড়জোড় শুরু করতে হয়৷ সে সময়েই মিস্ত্রিদের হাতে ওই বড় ড্রামের বন্ধ মুখ খুলে যায়৷ কারণ ড্রামটি সরাতে সমস্যা হচ্ছিল তাঁদের৷ ঢাকনা খুলে যেতেই বেরিয়ে আসে পচা গন্ধ এবং সৌরভের দেহাংশ৷ তার পরই পুলিশের জালে ধরা পড়ে মুসকান এবং তার প্রেমিক সাহিল৷ তদন্তকারীদের দাবি, দু’জনেই জেরায় অপরাধ স্বীকার করেছে৷ তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে৷

advertisement

আরও পড়ুন : ‘বাবা ড্রামের মধ্যে আছে’!স্ত্রী ও তার প্রেমিকের হাতে নিহত মার্চেন্ট নেভির ৬ বছরের মেয়ে বলে পড়শিদের! শিশুর চোখের সামনেই খুন তরুণকে?

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

তদন্তকারী পুলিশ আধিকারিকদের ধারণা, নভেম্বরেই স্বামীকে খুনের পরিকল্পনা ছকে ফেলে মুসকান৷ নিহত সৌরভের দিদির অভিযোগ, তাঁর ভাইয়ের টাকাও হাতিয়ে নিয়েছিল মুসকান এবং তার প্রেমিক৷ পাশাপাশি, সৌরভের মায়ের অভিযোগ, ৬ বছরের মেয়ের সামনেই খুন করা হয় তাঁর ছেলেকে৷ কারণ ওই শিশুকন্যা পড়শিদের বলেছিল, তার বাবা ড্রামের মধ্যে আছে৷ তখন ছোট বলে তার কথায় কোনও গুরুত্ব দেয়নি কেউ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Housewife Posing as Lover's Dead Mother: ‘মৃত মায়ের পুনর্জন্ম’ সাজিয়ে নকল পরিচয়ে প্রেমিকের সঙ্গে চ্যাট! ৫ মাস আগেই স্বামীকে খুন করার পরিকল্পনা ছকে ফেলে গৃহবধূ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল