WhatsApp: প্রাইভেসি নিয়ে চিন্তায় ফেলছে WhatsApp! বেছে নিতে পারেন ৫ বিকল্প অ্যাপ

Last Updated:
Google Play Store বা Apple App Store থেকে নামিয়ে নিলেই হল। হয়তো দেখা যাবে, কোনও কোনওটা বিশেষ কোনও ক্ষেত্রে WhatsApp-এর চেয়ে বেশিই কাজে আসছে।
1/7
এন্ড টু এন্ড এনক্রিপশন যখন আছে, তখন আবার প্রাইভেসির প্রশ্ন উঠছে কেন? আসলে, এই এন্ড টু এন্ড ব্যাপারটা যেমন গালভরা, তেমনই পোশাকি। দরকার হতেই পারে অনেকের নিজের সব কিছু গোপনীয়তার আড়ালে রেখে কারও সঙ্গে চ্যাট করা। এর মানেই যে পরকীয়া বা রোজ এন্তারসে ডেটিং, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই।
এন্ড টু এন্ড এনক্রিপশন যখন আছে, তখন আবার প্রাইভেসির প্রশ্ন উঠছে কেন? আসলে, এই এন্ড টু এন্ড ব্যাপারটা যেমন গালভরা, তেমনই পোশাকি। দরকার হতেই পারে অনেকের নিজের সব কিছু গোপনীয়তার আড়ালে রেখে কারও সঙ্গে চ্যাট করা। এর মানেই যে পরকীয়া বা রোজ এন্তারসে ডেটিং, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই।
advertisement
2/7
আবার, রোজ WhatsApp-এ যাতায়াত করতে করতে একঘেয়েও লাগতে পারে। কারণ যাই হোক না কেন, বাজারে কিন্তু মেসেজিং অ্যাপের অভাব নেই। ফলে, WhatsApp-এর বিকল্পও রয়েছে হাতের নাগালেই। Google Play Store বা Apple App Store থেকে নামিয়ে নিলেই হল। হয়তো দেখা যাবে, কোনও কোনওটা বিশেষ কোনও ক্ষেত্রে WhatsApp-এর চেয়ে বেশিই কাজে আসছে।
আবার, রোজ WhatsApp-এ যাতায়াত করতে করতে একঘেয়েও লাগতে পারে। কারণ যাই হোক না কেন, বাজারে কিন্তু মেসেজিং অ্যাপের অভাব নেই। ফলে, WhatsApp-এর বিকল্পও রয়েছে হাতের নাগালেই। Google Play Store বা Apple App Store থেকে নামিয়ে নিলেই হল। হয়তো দেখা যাবে, কোনও কোনওটা বিশেষ কোনও ক্ষেত্রে WhatsApp-এর চেয়ে বেশিই কাজে আসছে।
advertisement
3/7
Signal প্রাইভেসি আর সিকিউরিটি- এই দুই যদি হয় মোদ্দা দরকার, এর চেয়ে ভাল কিছু হতেই পারে না। ভয়েস কল, ভিডিও কল, গ্রুপ চ্যাটের মতো ফিচারও যখন পাওয়া যাবে, তখন আর চিন্তা কী।
Signal প্রাইভেসি আর সিকিউরিটি- এই দুই যদি হয় মোদ্দা দরকার, এর চেয়ে ভাল কিছু হতেই পারে না। ভয়েস কল, ভিডিও কল, গ্রুপ চ্যাটের মতো ফিচারও যখন পাওয়া যাবে, তখন আর চিন্তা কী।
advertisement
4/7
Telegram WhatsApp-এর বাজার বোধহয় সবচেয়ে বেশি পরিমাণে খেয়েছে এই অ্যাপটাই। হবে নাই বা কেন, এন্ড টু এন্ড এনক্রিপশন এখানেও আছে। তার ওপরে রয়েছে ২ লক্ষ লোকের গ্রুপে চ্যাটের সুবিধা, অ্যাকাউন্ট থাকে নম্বরের সঙ্গে জোড়া- আর কী বা চাই৷ 
Telegram WhatsApp-এর বাজার বোধহয় সবচেয়ে বেশি পরিমাণে খেয়েছে এই অ্যাপটাই। হবে নাই বা কেন, এন্ড টু এন্ড এনক্রিপশন এখানেও আছে। তার ওপরে রয়েছে ২ লক্ষ লোকের গ্রুপে চ্যাটের সুবিধা, অ্যাকাউন্ট থাকে নম্বরের সঙ্গে জোড়া- আর কী বা চাই৷ 
advertisement
5/7
Viber এটার চাহিদা এখনও তুঙ্গে ওঠেনি। তবে ফিচার সবই WhatsApp-এর মতোই, এন্ড টু এন্ড এনক্রিপশনের সঙ্গে মিডিয়াও শেয়ার করা যায়।
Viber এটার চাহিদা এখনও তুঙ্গে ওঠেনি। তবে ফিচার সবই WhatsApp-এর মতোই, এন্ড টু এন্ড এনক্রিপশনের সঙ্গে মিডিয়াও শেয়ার করা যায়।
advertisement
6/7
Skype সত্যি বলতে কী, ভিডিও এবং ভয়েস কলের জন্য এর থেকে সেরা কিছু হতেই পারে না। এত ভাল সাউন্ড কোয়ালিটি, অডিও ফাংশন WhatsApp-এও নেই। অতএব, এই দুটোই যদি অগ্রাধিকার হয়, অ্যাপ নামাতেই হবে ফোনে।
Skype সত্যি বলতে কী, ভিডিও এবং ভয়েস কলের জন্য এর থেকে সেরা কিছু হতেই পারে না। এত ভাল সাউন্ড কোয়ালিটি, অডিও ফাংশন WhatsApp-এও নেই। অতএব, এই দুটোই যদি অগ্রাধিকার হয়, অ্যাপ নামাতেই হবে ফোনে।
advertisement
7/7
Snapchat মজা হল, এটা নিছক মেসেজিং অ্যাপ নয়, আদতে একটা আস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ, বেশিরভাগ লোকেই যদিও মেসেজ পাঠানোর জন্যই এর ব্যবহার করে। সবথেকে বড় সুবিধা- সেট করে রাখা সময় পেরিয়ে গেলে পাঠানো মেসেজ আপনাআপনি মুছে যায়।
Snapchat মজা হল, এটা নিছক মেসেজিং অ্যাপ নয়, আদতে একটা আস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ, বেশিরভাগ লোকেই যদিও মেসেজ পাঠানোর জন্যই এর ব্যবহার করে। সবথেকে বড় সুবিধা- সেট করে রাখা সময় পেরিয়ে গেলে পাঠানো মেসেজ আপনাআপনি মুছে যায়।
advertisement
advertisement
advertisement