TRENDING:

Meerut Murder Case Update: স্বামীকে খুন করেও ভাবলেশহীন, জেলে গিয়েই ঘুম উড়ে গেল! প্রথম রাতে কী করল মেরঠের নেভি অফিসারের স্ত্রী?

Last Updated:

মেরঠের চৌধুরী চরণ সিং সংশোধনাগারে এনে রাখা হয়েছে মুসকান এবং তার প্রেমিক সাহিলকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: পুলিশ বলছে, প্রেমিক জড়িত থাকলেও মেরঠের মার্চেন্ট নেভি অফিসারের স্ত্রী মুসকানই নিজের স্বামীকে খুন করার নৃশংস চক্রান্ত করেছিল৷ কয়েক মাস আগে থেকেই যাবতীয় পরিকল্পনা সেরে রেখেছিল সে৷ এমন কি, নিজের স্বামীকে খুন করতে মাদকাসক্ত প্রেমিককে এক রকম জোর করেই রাজি করিয়েছিল মুসকান৷ হত্যাকাণ্ডের পর স্বামীর দেহ টুকরো টুকরো করা, স্বামীর মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে শ্বশুরবাড়ি লোকজনকে বিভ্রান্ত করার মতো যাবতীয় কিছু ঠান্ডা মাথায় সেরেছিল এই মুসকান৷
নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত এবং তাঁর স্ত্রী মুসকান৷
নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত এবং তাঁর স্ত্রী মুসকান৷
advertisement

যদিও মুসকান এবং তার প্রেমিকের যাবতীয় কারসাজি ফাঁস হয়ে গিয়েছে৷ দু জনকেই গ্রেফতার করেছে মেরঠ পুলিশ৷ বুধবার আদালতে পেশ করা হলে তাদের দু জনকেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷ তবে জেলে নিয়ে আসার পর থেকেই অস্থির হয়ে উঠেছে নিহত সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগি৷

আরও পড়ুন: চামড়া উঠে আসছে, নড়বড় করছে দাঁত! মেরঠের নেভি অফিসারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?

advertisement

মেরঠের চৌধুরী চরণ সিং সংশোধনাগারে এনে রাখা হয়েছে মুসকান এবং তার প্রেমিক সাহিলকে৷ মুসকানকে রাখা হয়েছে মহিলা বন্দিদের বারাকে৷ সাহিল রয়েছে পুরুষ বন্দিদের সঙ্গে৷ জেল সূত্রে খবর, বুধবার জেলে নিয়ে আসার পর সারারাতই কার্যত দু চোখের পাতা এক করেনি মুসকান৷ খুবই অস্থির হয়ে পড়ে স্বামীকে নৃশংস ভাবে খুনে অভিযুক্ত তরুণীকে৷ ঠান্ডা মাথায় নিজের স্বামীকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে খুন করায় অভিযুক্ত মুসকান রাতের খাবারো খায়নি বলে জানিয়েছেন জেল সুপার ভিরেশ রাজ শর্মা৷

advertisement

জেল সুপার বলেন, মুসকান সারারাত কারও সঙ্গেই কোনও কথা বলেনি৷ চুপচাপই ছিল সে৷ এমন কি, খাবার দেওয়া হলেও মুখে তোলেনি সে৷ জেল সূত্রে আরও জানা গিয়েছে, সারা রাতই কেঁদেছে মুসকান৷ যদিও জেল সুপার এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি৷

সেরা ভিডিও

আরও দেখুন
একসঙ্গে সাত কালীর পুজো! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি
আরও দেখুন

বুধবার যখন অভিযুক্ত দু জনকে আদালতে পেশ করা হয়, তখন আদালত চত্বরে আচমকাই কয়েকজন আইনজীবী সাহিলকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে৷ ধস্তাধস্তির জেরে সাহিলের জামাকাপড়ও ছিঁড়ে যায়৷ কোনওক্রমে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Case Update: স্বামীকে খুন করেও ভাবলেশহীন, জেলে গিয়েই ঘুম উড়ে গেল! প্রথম রাতে কী করল মেরঠের নেভি অফিসারের স্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল