Meerut Murder Post Mortem Report: চামড়া উঠে আসছে, নড়বড় করছে দাঁত! মেরঠের নেভি অফিসারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মেরঠ: উত্তর প্রদেশের মেরঠের মার্চেন্ট নেভির অফিসার সৌরভ রাজপুতের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এবার সামনে এল মৃতের ময়নাতদন্ত রিপোর্ট৷ ময়নাতদন্তকারী চিকিৎসকদের মতে, অন্তত দু সপ্তাহ আগে খুন করা হয় সৌরভকে৷ শুধু তাই নয়, মৃত যুবকের শরীরের চামড়া পোড়া ছিল বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ শুধু তাই নয়, মৃত যুবকের দাঁতগুলিও নড়়বড়ে ছিল বলে ময়নাতদন্ত রিপোর্টে জানানো হয়েছে৷
মেরঠের চিফ মেডিক্যাল় অফিসার অশোক কাটারিয়া জানিয়েছেন, ময়নাতদন্তকারী চিকিৎসকদের মতে সৌরভকে অন্তত দু সপ্তাহ আগে খুন করা হয়৷ এর পর ভিজে সিমেন্ট দিয়ে তাঁর শরীরে চামড়া পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়৷
advertisement
advertisement
সৌরভের মৃতদেহেরও অনেকগুলো টুকরো করা হয়৷ তাঁর দাঁতগুলিও নড়বড়ে হয়ে গিয়েছিল৷ শরীর থেকে চামড়া প্রায় উঠে আসছিল৷ ওই মেডিক্যাল অফিসারের কথায়, তিরিশ বছর কর্মজীবনে কখনও এমন অবস্থায় কোনও মৃতদেহ দেখেননি তিনি৷
মেরঠের মার্চেন্ট নেভি অভিসার ২৯ বছরের সৌরভ রাজপুতকে গত ৪ মার্চ নিজের প্রেমিকের সঙ্গে মিলে খুন করেন তাঁর স্ত্রী মুসকান৷ এর পর দেহটি ১৫ টুকরো করে একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় দু জনে৷ ঘটনার প্রায় সপ্তাহ দুয়েক পর এই হত্যাকাণ্ডের কথা জানাজানি হয়৷ ড্রিল মেশিন দিয়ে ড্রাম কেটে উদ্ধা্র করতে হয় মৃত মার্চেন্ট নেভি অফিসারের দেহাংশ৷
advertisement
২০১৬ সালে প্রেম করেই মুসকানকে বিয়ে করেন সৌরভ৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে৷ কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মুসকান৷ মাদকাসক্ত হয়ে পড়ে দু জনে৷ গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ লন্ডন থেকে ফেরার পরই তাঁকে খুনের ছক কষে দু জনে৷ সৌরভের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2025 12:34 PM IST

