Bengaluru Techie Wife Demand: একসঙ্গে থাকতে রোজ ৫ হাজার চান স্ত্রী, ডিভোর্স দিলে ৪৫ লাখ! পুলিশের দ্বারস্থ বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার

Last Updated:

যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই তরুণীর অবশ্য দাবি, স্বামী তাঁর বিরুদ্ধে য় যা অভিযোগ করেছে সব মিথ্যে এবং সাজানো৷

প্রতীকী ছবি (এআই-এর সাহায্যে তৈরি)
প্রতীকী ছবি (এআই-এর সাহায্যে তৈরি)
একসঙ্গে থাকার জন্য প্রতিদিন পাঁচ হাজার টাকা করে দাবি করছেন স্ত্রী৷ স্ত্রীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বেঙ্গালুরুর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ নিজের অভিযোগ স্বপক্ষে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রীকান্ত নামে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ যেখানে তাঁর স্ত্রীকে এই ধরনের দাবি করতে শোনা গিয়েছে৷
শ্রীকান্ত নামে ওই ব্যক্তির পোস্ট করা ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন বহু মানুষ৷ অনেকেই বলেছেন, দাম্পত্য সম্পর্কের অবনতি হওয়ার কারণেই এমন দাবি করেছেন ওই ব্যক্তির স্ত্রী৷
অভিযোগকারী ব্যক্তির আরও দাবি, শুধু টাকা নয়, তাঁর স্ত্রীর অন্যান্য দাবি মানাও তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে৷ তাঁর অভিযোগ, স্ত্রী সন্তানের জন্ম দিতে চান না৷ কারণ সন্তান প্রসবের ধকলের প্রভাব তাঁর চেহারায় পড়তে পারে৷ তার বদলে সন্তান দত্তক নিতে আগ্রহী ছিলেন তাঁর স্ত্রী৷ যে প্রস্তাবে রাজি হননি শ্রীকান্ত৷
advertisement
advertisement
২০২২ সালে ওই দম্পতির বিয়ে হয়৷ শ্রীকান্তের অভিযোগ, তার পর থেকেই স্ত্রীর সঙ্গে থাকা এক রকম অসম্ভব হয়ে উঠছে৷ ওই যুবকের দাবি, পাশে থাকা দূরে থাক, সবসময় তাঁর উপরে মানসিক চাপ সৃষ্টি করেন তাঁর স্ত্রী৷ এমন কি, স্ত্রীর এই আচরণ এবং ব্যবহারের প্রভাব তাঁর কাজের জায়গাতেও পড়তে শুরু করে বলে অভিযোগ ওই যুবকের৷
advertisement
তাঁর অভিযোগ, বাড়ি থেকে কাজ করার সময় অফিসের মিটিংয়ের মাজেই জোরে গান চালিয়ে নাচতে শুরু করতেন তাঁর স্ত্রী৷ আর এসবে সমর্থন থাকত তাঁর শ্বশুরবাড়িরও৷
একটা সময়ের পর শ্রীকান্ত স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেন৷ অভিযোগ, তখন তাঁর স্ত্রী ডিভোর্স দেওয়ার জন্য ৪৫ লক্ষ টাকা দাবি করেন৷ টাকা না মেটালে নিজেকে আঘাত করে স্ত্রী তাঁকে ফাঁসানোরও হুমকি দিয়েছে বলে অভিযোগ ওই যুবকের৷ স্ত্রীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগও করেছেন যুবক৷
advertisement
যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই তরুণীর অবশ্য দাবি, স্বামী তাঁর বিরুদ্ধে য় যা অভিযোগ করেছে সব মিথ্যে এবং সাজানো৷ সমাজমাধ্যমে পোস্ট করে সহানুভূতি আদায় করাই তাঁর লক্ষ৷ ওই ব্যক্তি যা যা অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে স্ত্রীর দৈনিক পাঁচ হাজার টাকা চাওয়ার কথা ওই ব্যক্তি পুলিশের কাছে দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেনি বলেই সূত্রের খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Techie Wife Demand: একসঙ্গে থাকতে রোজ ৫ হাজার চান স্ত্রী, ডিভোর্স দিলে ৪৫ লাখ! পুলিশের দ্বারস্থ বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement