যদিও মুসকান এবং তার প্রেমিককে আদালতে পেশ করার সময় তাদের মাথা দুটি তোয়ালে দিয়ে ঢেকে দিয়েছিল পুলিশ৷ সাহিলের মাথায় ছিল গোলাপি রংয়ের তোয়ালে, মুসকানের মাথায় হলুদ রংয়ের৷ কিন্তু কেন হঠাৎ দুই অভিযুক্তের জন্য এরকম তোয়ালের ব্যবস্থা করল মেরঠ পুলিশ?
আরও পড়ুন: স্বামীকে খুনের ১১ দিনের মাথায় মানালিতে গিয়ে হোলি খেলা! মুসকান ও তার প্রেমিকের নয়া কীর্তি ফাঁস
advertisement
গ্রেফতারির পর গত বুধবার মুসকান এবং সাহিলকে মেরঠের মুখ্য প্রধান বিচারবিভাগীয় বিচারকের আদালতে পেশ করে পুলিশ৷ কিন্তু আদালত চত্বরে পৌঁছতেই একদল ক্ষুব্ধ আইনজীবী দুই অভিযুক্তের উপরে চড়াও হয়৷ মারধর করে সাহিলের পোশাক ছিঁড়ে দেওয়া হয়৷ হেনস্থা রোষের হাত থেকে বাঁচেনি মুসকানও৷ কোনওক্রমে তাদের আড়াল করে নিয়ে যায় পুলিশ৷
কিন্তু এই ঘটনার পর সতর্ক হয়েই মুসকান ও সাহিলের জন্য তোয়ালের ব্যবস্থা করে পুলিশ৷ যাতে আদালতে ঢোকা বেরনোর সময় তোয়ালে দিয়ে মুখ আড়াল করে দু জনকে নিয়ে যাওয়া যায়৷ যাতে সহজেই চিনতে পেরে গিয়ে কেউ দু দনের উপরে হামমলা না চালায়৷
২০১৬ সালে প্রেম করেই মুসকানকে বিয়ে করেন সৌরভ৷ তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে৷ কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মুসকান৷ মাদকাসক্ত হয়ে পড়ে দু জনে৷ গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ লন্ডন থেকে ফেরার পরই তাঁকে খুনের ছক কষে দু জনে৷ সেই মতো গত ৪ মার্চ সৌরভকে খুন করে তাঁর দেহ পনেরো টুকরো করে মুসকান এবং সাহিল৷ এর পর সেই দেহাংশ একটি ড্রামে ভরে তার মুখ সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়৷ শেষ পর্যন্ত কয়েকদিন আগে উদ্ধার হয় সৌরভের দেহাংশ সৌরভের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷