Meerut Murder Case New Video: স্বামীকে খুনের ১১ দিনের মাথায় মানালিতে গিয়ে হোলি খেলা! মুসকান ও তার প্রেমিকের নয়া কীর্তি ফাঁস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এবার মানালিতে মুসকান এবং প্রেমিক সাহিলের নতুন একটি ভিডিও সামনে এসেছে৷ মুসকান এবং সাহিল পুলিশের কাছে স্বীকার করেছে, ৪ মার্চ তারা সৌরভকে হত্যা করে৷
মেরঠ: স্বামীকে খুন করে দেহ টুকরো টুকরো করে বাড়িতে ড্রামের মধ্যে ভরে রাখা৷ তার পর প্রেমিককে নিয়ে সোজা মানালিতে গিয়ে হোলি উদযাপন৷ যত সময় যাচ্ছে মেরঠের নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের স্ত্রী মুসকানের নিষ্ঠুর আচরণে হতভম্ব হয়ে যাচ্ছে গোটা দেশ৷
এবার মানালিতে মুসকান এবং প্রেমিক সাহিলের নতুন একটি ভিডিও সামনে এসেছে৷ মুসকান এবং সাহিল পুলিশের কাছে স্বীকার করেছে, ৪ মার্চ তারা সৌরভকে হত্যা করে৷ এর ঠিক এগারো দিনের মাথায় ১৫ মার্চ ছিল হোলি৷ নতুন এই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, রংয়ে মাখামাখি হয়ে হাসিমুখে মানালিতে হোলি উদযাপন করছে মুসকান এবং সাহিল৷
advertisement
advertisement
হাসিমুখে ভিডিও করে সেই ছবি ধরে রেখেছে দু জনে৷ তাদের দেখলে কে বলবে, কয়েকদিন আগেই নৃশংস ভাবে সৌরভকে খুন করে দেহ টুকরো টুকরো করেছে দু জনে৷ অনুশোচনা বা উদ্বেগ, কোনওটাই তাদের মধ্যে ধরা পড়েনি৷ সাহিলকে দেখেই বোঝা যাচ্ছে সে কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছে৷ রং মাখা অবস্থায় পরস্পরের গালে গাল ঘষে আর পাঁচজন যুগলের মতোই হোলি উদযাপনে মাতে মুসকান ও সাহিল৷
advertisement
पति की हत्यारी मुस्कान का नशेड़ी प्रेमी साहिल के साथ होली खेलने का वीडियो आया सामने। दोनो ने सौरभ की हत्या करने के बाद शिमला, मनाली और कसोल गए थे। इसके बाद वहीं होली मनाई और मजे किए। मेरठ में की पति स्तंभ की नृशंस हत्या। pic.twitter.com/FajJbbV3jh
— shalu agrawal (@shaluagrawal3) March 21, 2025
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সৌরভকে খুনের পর সিমলা এবং মানালি ঘুরতে চলে যায় দুই অভিযুক্ত৷ সেখানে মুসকানের বরফ খেলার ছবিও সামনে এসেছে৷ মানালিতে বেড়াতে গিয়েই সেখানকার ছবি তুলে সৌরভের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে পোস্টও করে মুসকান৷ সৌরভের পরিবার এবং পরিচিতদের বিভ্রান্ত করতেই এই ছক কষে সে৷ যাতে সবাই ভাবে সৌরভ মানালিতে আছেন৷
advertisement
যদিও মুসকান এবং সাহিলের এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি৷ মানালি থেকে ফেরার পরই সৌরভের হত্যাকাণ্ডের ঘটনা ফাঁস হয়ে যায়৷ মুসকান এবং সাহিল, দু জনকেই গ্রেফতার করেছে পুলিশ৷ আপাতত তাদের ঠিকানা হয়েছে জেলে৷ দু জনেরই চরম শাস্তির দাবি উঠেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2025 9:32 AM IST