Meerut Murder Case Chilling Video: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের! মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও

Last Updated:

সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের পর এবার সামনে এসেছে একটি ভিডিও৷ যে ভিডিও-তে দেখা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি নিজেদের একমাত্র মেয়ের জন্মদিনে একসঙ্গে নাচছেন মুসকান এবং সৌরভ৷

সৌরভের সঙ্গে মুসকানের নাচের শেষ ভিডিও (ডান দিকে)৷
সৌরভের সঙ্গে মুসকানের নাচের শেষ ভিডিও (ডান দিকে)৷
মেরঠ: গত ৪ মার্চ খুন হন মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত৷ নিজের প্রেমিকের সঙ্গে মিলে সৌরভের স্ত্রী মুসকানই স্বামীকে নৃশংস ভাবে খুন করে৷ খুনের পর সৌরভের দেহ ১৫ টুকরো করে দু জনে৷ হাড় হিম করা এই হত্যাকাণ্ডের বিবরণ শুনে শিউড়ে উঠেছে গোটা দেশ৷
গত ২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে বাড়িতে ফেরেন সৌরভ৷ উদ্দেশ্য ছিল ছ বছরের মেয়ের জন্মদিন উদযাপন করা৷ স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত জেনেও শুধুমাত্র মেয়ের আনন্দের কথা ভেবেই ফিরে এসেছিলেন সৌরভ৷ তখনও তিনি জানতেন না, তাঁকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার ছক কষে রেখেছে তাঁর স্ত্রী মুসকান৷
advertisement
advertisement
সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের পর এবার সামনে এসেছে একটি ভিডিও৷ যে ভিডিও-তে দেখা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি নিজেদের একমাত্র মেয়ের জন্মদিনে একসঙ্গে নাচছেন মুসকান এবং সৌরভ৷ বাবা- মায়ের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তাদের ছ বছরের মেয়েকেও৷ দাবি করা হচ্ছে, এটিই সৌরভ রাজপুতের শেষ ভিডিও৷
advertisement
এই ভিডিওয় নিজের স্বামীর সঙ্গে মুসকানের উদ্দাম নাচ দেখে কে বলবে, এর কয়েকদিনের মধ্যেই নিজে হাতে সৌরভকে খুন করবে তাঁর স্ত্রী!সৌরভ নিজেও হয়তো দুঃস্বপ্নে এমন কল্পনা করতে পারেননি৷ এই ভিডিও দেখে অনেকেই বলছেন, সৌরভের আস্থা অর্জনেই মেয়ের জন্মদিনে এমন অভিনয় করেছিল মুসকান৷ ঘটনাচক্রে সে ছোট থেকেই অভিনেত্রী হতে চাইত৷
মুসকান এবং তার প্রেমিক সাহিল পুলিশের কাছে স্বীকার করেছে, গত ৪ মার্চ প্রথমে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে খাওয়ায় তাঁর স্ত্রী৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ এর পর বাজার থেকে আরও একটি মাংস কাটার ছুরি, বড় ড্রাম কিনে নিয়ে আসে তারা৷ সৌরভের দেহ অন্তত ১৫ টুকরো করে কেটে ওই ড্রামে ভরে সেটির মুখ সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়৷ এর পর নিজের প্রেমিককে নিয়ে মানালি ঘুরতে চলে যায় মুসকান৷ শেষ পর্যন্ত গত ১৮ মার্চ এই হত্যাকাণ্ডের কথা জানাজানি হয়৷ এর পরই মুসকান এবং তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Case Chilling Video: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের! মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement