Meerut Navy Officer Murder News: ব্যাগের ভিতরে স্বামীর কাটা মাথা-হাতের তালু, দরদাম না করেই ১১০০ টাকা দিয়ে ড্রাম কিনেছিল মুসকান

Last Updated:

২০১৬ সালে প্রেম করেই মুসকান নামে ওই তরুণীকে বিয়ে করেন৷ নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন তিনি৷

এই ড্রাম থেকেই উদ্ধার হয় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের দেহ৷
এই ড্রাম থেকেই উদ্ধার হয় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের দেহ৷
মেরঠ: ব্যাগে নিজের স্বামীর কাটা মাথা এবং হাতের তালু৷ এই অবস্থাতেই নিজের প্রেমিককে নিয়ে বাজারে ঘুরছিল মুসকান এবং তার প্রেমিক৷ মেরঠের নিহত মার্চেন্ট নেভি অফিসারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে৷
পুলিশ আরও জানতে পেরেছে, ওই দিনই স্বামীর দেহ লোপাট করতে মুসকান নিজেই মেরঠ শহরের একটি দোকানে গিয়ে একটি বড়সড় ড্রাম কিনেছিল মুসকান৷ দরদাম না করেই দোকানদারের দাবি মতো ১১০০ টাকা দিয়ে দেয় সে৷ তদন্তে নেমে সেই ড্রাম বিক্রেতাকেও চিহ্নিত করেছে পুলিশ৷ ওই বিক্রেতাও স্বীকার করেছেন, মার্চ মাসের প্রথম সপ্তাহে এক মহিলা এসে তার থেকে ১১০০ টাকা দিয়ে একটি বড় ড্রাম কিনে নিয়ে গিয়েছিল৷ কিন্তু সেই ড্রামেই যে কারও দেহ টুকরো টুকরো করে ভরে রাখা হবে, তা কল্পনাও করতে পারেননি ওই ব্যবসায়ী৷
advertisement
advertisement
গত ৪ মার্চ মুসকান তার প্রেমিক সাহিলের সঙ্গে মিলে নিজের স্বামী সৌরভ রাজপুতকে নৃশংস ভাবে হত্যা করে৷ এর পর বাজার থেকে প্লাস্টিকের ড্রাম এবং মাংস কাটার ছুরি কিনে নিয়ে আসে দু জনে৷ সেই ছুরি দিয়েই সৌরভের দেহের অন্তত ১৫ টুকরো করা হয়৷ তার পর সেই দেহাংশগুলি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় সাহিল এবং মুসকান৷ হত্যাকাণ্ডের কথা জানাজানি হওয়ার পর ড্রিল মেশিন এনে ওই সিমেন্টের আস্তরণ কেটে ড্রামের ভিতর থেকে সৌরভ রাজপুতের দেহাংশ উদ্ধার করে পুলিশ৷
advertisement
২০১৬ সালে প্রেম করেই মুসকান নামে ওই তরুণীকে বিয়ে করেন৷ নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন তিনি৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সৌরভের পরিবার৷ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে আসেন সৌরভ৷ ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের৷ মেয়ে হওয়ার পরই সৌরভ জানতে পারেন, তাঁর নিজের বন্ধু সাহিলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী৷ এর পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ অশান্তির জেরে ফের ২০২৩ সালে মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বাইরে চলে যান সৌরভ৷
advertisement
গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ তবে তদন্তের পর পুলিশ দাবি করেছে, কয়েকমাস আগেই স্বামীকে খুনের চক্রান্ত করে ফেলেছিল মুসকান৷ সেই মতো নিজের প্রেমিক সাহিলকেও রাজি করায় সে৷ সৌরভ ফিরতেই পরিকল্পনা বাস্তবায়িত করে দু জন মিলে৷ মুসকান এবং সাহিলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Navy Officer Murder News: ব্যাগের ভিতরে স্বামীর কাটা মাথা-হাতের তালু, দরদাম না করেই ১১০০ টাকা দিয়ে ড্রাম কিনেছিল মুসকান
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement