Meerut Murder Case Update: স্বামীকে খুন করেও ভাবলেশহীন, জেলে গিয়েই ঘুম উড়ে গেল! প্রথম রাতে কী করল মেরঠের নেভি অফিসারের স্ত্রী?

Last Updated:

মেরঠের চৌধুরী চরণ সিং সংশোধনাগারে এনে রাখা হয়েছে মুসকান এবং তার প্রেমিক সাহিলকে৷

নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত এবং তাঁর স্ত্রী মুসকান৷
নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত এবং তাঁর স্ত্রী মুসকান৷
মেরঠ: পুলিশ বলছে, প্রেমিক জড়িত থাকলেও মেরঠের মার্চেন্ট নেভি অফিসারের স্ত্রী মুসকানই নিজের স্বামীকে খুন করার নৃশংস চক্রান্ত করেছিল৷ কয়েক মাস আগে থেকেই যাবতীয় পরিকল্পনা সেরে রেখেছিল সে৷ এমন কি, নিজের স্বামীকে খুন করতে মাদকাসক্ত প্রেমিককে এক রকম জোর করেই রাজি করিয়েছিল মুসকান৷ হত্যাকাণ্ডের পর স্বামীর দেহ টুকরো টুকরো করা, স্বামীর মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে শ্বশুরবাড়ি লোকজনকে বিভ্রান্ত করার মতো যাবতীয় কিছু ঠান্ডা মাথায় সেরেছিল এই মুসকান৷
যদিও মুসকান এবং তার প্রেমিকের যাবতীয় কারসাজি ফাঁস হয়ে গিয়েছে৷ দু জনকেই গ্রেফতার করেছে মেরঠ পুলিশ৷ বুধবার আদালতে পেশ করা হলে তাদের দু জনকেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷ তবে জেলে নিয়ে আসার পর থেকেই অস্থির হয়ে উঠেছে নিহত সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগি৷
advertisement
advertisement
মেরঠের চৌধুরী চরণ সিং সংশোধনাগারে এনে রাখা হয়েছে মুসকান এবং তার প্রেমিক সাহিলকে৷ মুসকানকে রাখা হয়েছে মহিলা বন্দিদের বারাকে৷ সাহিল রয়েছে পুরুষ বন্দিদের সঙ্গে৷ জেল সূত্রে খবর, বুধবার জেলে নিয়ে আসার পর সারারাতই কার্যত দু চোখের পাতা এক করেনি মুসকান৷ খুবই অস্থির হয়ে পড়ে স্বামীকে নৃশংস ভাবে খুনে অভিযুক্ত তরুণীকে৷ ঠান্ডা মাথায় নিজের স্বামীকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে খুন করায় অভিযুক্ত মুসকান রাতের খাবারো খায়নি বলে জানিয়েছেন জেল সুপার ভিরেশ রাজ শর্মা৷
advertisement
জেল সুপার বলেন, মুসকান সারারাত কারও সঙ্গেই কোনও কথা বলেনি৷ চুপচাপই ছিল সে৷ এমন কি, খাবার দেওয়া হলেও মুখে তোলেনি সে৷ জেল সূত্রে আরও জানা গিয়েছে, সারা রাতই কেঁদেছে মুসকান৷ যদিও জেল সুপার এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি৷
বুধবার যখন অভিযুক্ত দু জনকে আদালতে পেশ করা হয়, তখন আদালত চত্বরে আচমকাই কয়েকজন আইনজীবী সাহিলকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে৷ ধস্তাধস্তির জেরে সাহিলের জামাকাপড়ও ছিঁড়ে যায়৷ কোনওক্রমে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Case Update: স্বামীকে খুন করেও ভাবলেশহীন, জেলে গিয়েই ঘুম উড়ে গেল! প্রথম রাতে কী করল মেরঠের নেভি অফিসারের স্ত্রী?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement