Meerut Murder Case Update: স্বামীকে খুন করেও ভাবলেশহীন, জেলে গিয়েই ঘুম উড়ে গেল! প্রথম রাতে কী করল মেরঠের নেভি অফিসারের স্ত্রী?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মেরঠের চৌধুরী চরণ সিং সংশোধনাগারে এনে রাখা হয়েছে মুসকান এবং তার প্রেমিক সাহিলকে৷
মেরঠ: পুলিশ বলছে, প্রেমিক জড়িত থাকলেও মেরঠের মার্চেন্ট নেভি অফিসারের স্ত্রী মুসকানই নিজের স্বামীকে খুন করার নৃশংস চক্রান্ত করেছিল৷ কয়েক মাস আগে থেকেই যাবতীয় পরিকল্পনা সেরে রেখেছিল সে৷ এমন কি, নিজের স্বামীকে খুন করতে মাদকাসক্ত প্রেমিককে এক রকম জোর করেই রাজি করিয়েছিল মুসকান৷ হত্যাকাণ্ডের পর স্বামীর দেহ টুকরো টুকরো করা, স্বামীর মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে শ্বশুরবাড়ি লোকজনকে বিভ্রান্ত করার মতো যাবতীয় কিছু ঠান্ডা মাথায় সেরেছিল এই মুসকান৷
যদিও মুসকান এবং তার প্রেমিকের যাবতীয় কারসাজি ফাঁস হয়ে গিয়েছে৷ দু জনকেই গ্রেফতার করেছে মেরঠ পুলিশ৷ বুধবার আদালতে পেশ করা হলে তাদের দু জনকেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷ তবে জেলে নিয়ে আসার পর থেকেই অস্থির হয়ে উঠেছে নিহত সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগি৷
advertisement
advertisement
মেরঠের চৌধুরী চরণ সিং সংশোধনাগারে এনে রাখা হয়েছে মুসকান এবং তার প্রেমিক সাহিলকে৷ মুসকানকে রাখা হয়েছে মহিলা বন্দিদের বারাকে৷ সাহিল রয়েছে পুরুষ বন্দিদের সঙ্গে৷ জেল সূত্রে খবর, বুধবার জেলে নিয়ে আসার পর সারারাতই কার্যত দু চোখের পাতা এক করেনি মুসকান৷ খুবই অস্থির হয়ে পড়ে স্বামীকে নৃশংস ভাবে খুনে অভিযুক্ত তরুণীকে৷ ঠান্ডা মাথায় নিজের স্বামীকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে খুন করায় অভিযুক্ত মুসকান রাতের খাবারো খায়নি বলে জানিয়েছেন জেল সুপার ভিরেশ রাজ শর্মা৷
advertisement
জেল সুপার বলেন, মুসকান সারারাত কারও সঙ্গেই কোনও কথা বলেনি৷ চুপচাপই ছিল সে৷ এমন কি, খাবার দেওয়া হলেও মুখে তোলেনি সে৷ জেল সূত্রে আরও জানা গিয়েছে, সারা রাতই কেঁদেছে মুসকান৷ যদিও জেল সুপার এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি৷
বুধবার যখন অভিযুক্ত দু জনকে আদালতে পেশ করা হয়, তখন আদালত চত্বরে আচমকাই কয়েকজন আইনজীবী সাহিলকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে৷ ধস্তাধস্তির জেরে সাহিলের জামাকাপড়ও ছিঁড়ে যায়৷ কোনওক্রমে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2025 1:27 PM IST