মোট ১২৯টি ওষুধের দাম কমানো হয়েছে। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার ওষুধের দাম কমানো হল। একদিকে যেমন প্যারাসিটামলের দাম কমেছে, তেমনই মন্টেলুকাস্ট ও মেটমরফিনের মতো একাধিক ওষুধের দাম বাড়ানো হয়েছে। তালিকায় রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে হৃদরোগ-ডায়াবিটিস-ক্যানসার-অ্যালার্জির ওষুধ। তবে নতুন দাম কার্যকর হবে নতুন বছরে।
আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!
advertisement
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি সস্তা হওয়া ওষুধের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জ্বরের ওষুধ প্যারাসিটামল থেকে শুরু করে অ্যামক্সিসিলিন, রাবোপ্রাজল, মেটফরমিন-সহ একাধিক ওষুধের নাম রয়েছে। এই সকল ওষুধগুলো নিত্যপ্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে। এবারে নির্দেশিকাতে বলা হয়েছে, জ্বর, ক্যানসার, ডায়াবিটিস, হেপাটাইটিস-সহ অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কেমোথেরাপি, ম্যালেরিয়াতে ব্যবহৃত ওষুধের দামও কমছে।
আরও পড়ুন: লাড্ডু খেলেই কমবে গাঁটের ব্যথা! অবাক করা হলেও এটা সত্যি, রইল রেসিপি
তবে কেবল এই সকল নিত্যপ্রয়োজনীয় ওষুধই নয়, মারণরোগ ক্যানসারের ওষুধের দামেও হ্রাস টেনেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ৪০% দাম কমছে ক্যানসারের ওষুধের। এছাড়াও সুগার, জ্বরের ওষুধের দামে ৪০% ছার মিলতে চলেছে। দামি ওষুধের ক্ষেত্রে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের ঘরে।