TRENDING:

সিনেমা দেখার নামে ডাক্তারি ছাত্রীকে নিয়ে ফ্ল্যাটে! ৩ 'বন্ধু' মিলে তাঁকে যা করল...ভয়ঙ্কর অভিযোগ!

Last Updated:

মহারাষ্ট্রের সাংলিতে তৃতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে তাঁর দুই সহপাঠী ও এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহারাষ্ট্রের সাংলিতে মাদক খাইয়ে তৃতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তাঁর দুই সহপাঠী এবং তাঁদের এক বন্ধু। ঘটনায় তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
মহারাষ্ট্রের সাংলিতে মাদক খাইয়ে তৃতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মহারাষ্ট্রের সাংলিতে মাদক খাইয়ে তৃতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
advertisement

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা কর্ণাটকের বেলগাভীর বাসিন্দা। অভিযুক্ত তিনজনের মধ্যে দু’জন পুনে ও সোলাপুরের একটি মেডিকেল কলেজে তাঁর সহপাঠী, অপর জন সাংলির বাসিন্দা। তিনজনের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

১১৫ বছর বাঁচতে চান? বিজ্ঞানীরা বলে দিলেন সহজ ৫ ‘উপায়’! সঙ্গে প্লেট থেকে বাদ দিন এই ৩ জিনিস!

রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল ‘অদ্ভুত’ এই জিনিস! এগুলো কী?

advertisement

পুলিশ জানিয়েছে, ১৮ মে রাতে সিনেমা দেখার নাম করে ওই তরুণীকে অভিযুক্তরা একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই তাঁকে একটি পানীয় দেওয়া হয়, যাতে মেশানো ছিল ঘুমের ওষুধ। তরুণী সেই পানীয় খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করেন। এরপর অভিযুক্ত তিনজন মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ধর্ষণের পর ওই তরুণীকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয় অভিযুক্তরা। পরে তিনি ঘটনাটি নিজের বাবা-মাকে জানান। এরপর পরিবারের তরফে সাংলির বিষ্রামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

পুলিশ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তিত সংহিতা ‘ভারতীয় ন্যায় সংহিতা’ অনুযায়ী গ্যাংরেপ ও অন্যান্য ধারায় মামলা রুজু করেছে। তিন অভিযুক্তকেই গ্রেফতার করে ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে বিষ্রামবাগ থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দেশ/
সিনেমা দেখার নামে ডাক্তারি ছাত্রীকে নিয়ে ফ্ল্যাটে! ৩ 'বন্ধু' মিলে তাঁকে যা করল...ভয়ঙ্কর অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল