TRENDING:

‘দিদির হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারি’,বললেন জেসিকা লালের বোন

Last Updated:

নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে পারেন দিদির হত্যাকারীকে ৷ এমনকী অভিযুক্ত জেল থেকে মুক্তি পেয়ে গেলেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিলেন মডেল জেসিকা লালের বোন সবরিনা লাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে পারেন দিদির হত্যাকারীকে ৷ এমনকী অভিযুক্ত জেল থেকে মুক্তি পেয়ে গেলেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিলেন মডেল জেসিকা লালের বোন সবরিনা লাল ৷
advertisement

১৯৯৯ সালের সেই ঘটনা ৷ একটি প্রাইভেট পার্টিতে খুন হয়ে গিয়েছিলেন জনপ্রিয় মডেল জেসিকা লাল ৷ রাত বেশি হয়ে যাওয়ায় পানীয় সার্ভ করতে অস্বীকার করেছিলেন তিনি ৷ সেই ‘দোষে’মাদকাশক্ত মনু শর্মার পয়েন্ট ব্ল্যাক রেঞ্জের সামনে প্রাণ হারাতে হয়েছিল জেসিকাকে ৷ এই ঘটনার পরেই গর্জে উঠেছিল গোটা দেশ ৷ জেসিকার সমর্থনে পথে নেমেছিলেন মানুষ ৷

advertisement

আরও পড়ুন: বেলা বাড়তেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, গরমে ঝলসাবে দক্ষিণ

সম্প্রতি তিহার জেলের ওয়েলফেয়ার অফিসারকে চিঠি লিখছেন সরবিনা ৷ সেই চিঠিতেই মনুকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন তিনি ৷ তিনি লিখেছেন, ‘‘জেলের মধ্যে মনু অত্যন্ত ভাল হয়ে ছিল ৷ ভাল কাজ করেছে, মানুষের সেবা করেছে ৷ সে ১৫ বছর জেলে ছিল ৷ এখন তার মুক্তিতে আমার কোনও আপত্তি নেই ৷’’ শুধু তাই নয়, সরবিনা জানিয়েছেন, মনুর প্রতি আরও কোনও রাগ বা দুঃখও নেই তাঁর ৷

advertisement

আরও পড়ুন:মাত্র চারদিনে ৩ হাজার নিখোঁজ শিশুকে পরিবারের হাতে তুলে দিল দিল্লি পুলিশ

জেলে ভাল কাজ করার জন্য মাত্র ৬ মাস আগেই মুক্ত কারাগারে এসেছেন ৪১ বছরের মনু ৷ প্রতিদিন সকালে তিনি কাজে বেরিয়ে যান, আবার সন্দ্যার সময় ফিরে আসেন ৷ জেসিকা লাল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাঁর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

২০০৬ সালে দিল্লি হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে ৷ সুপ্রিম কোর্টেও একই সাজা বজায় ছিল তাঁর ৷ মাঝে ঠাকুরমার মৃত্যু এবং ভাইয়ের বিয়ের জন্য দু’বার প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘দিদির হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারি’,বললেন জেসিকা লালের বোন