ইনস্টাগ্রামে মনোজ লিখেছেন, 'খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাড়িতে লক্ষ্মীর পর সরস্বতীর আগমন হয়েছে। আমাদের বাড়িতে ফুটফুটে এক মেয়ে এসেছে। আপনাদের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।'
এই লেখার সঙ্গে একটি ছবি জুড়ে দিয়েছেন মনোজ। দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে সুরভি। তাঁর মুখে উজ্জ্বল হাসি। স্ত্রীর সামনে দাঁড়িয়ে অভিনেতা। মনোজের সেই পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তার বন্যা। নতুন অতিথিকে দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
advertisement
কিছু দিন আগেই সুরভির সাধের অনুষ্ঠান হল। খুশির মুহূর্তদের লেন্সবন্দি করে তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ৫১-র মনোজ। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন 'কিছু খুশির কথা শুধু শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।'
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
আরও পড়ুন: ক্রিসমাস কেকে থাকবে 'হামি'-এর ছোঁয়া! ছোটদের জন্য নয়া চমক শিবপ্রসাদ-নন্দিতার
প্রথম পক্ষের স্ত্রী রানি তিওয়ারির সঙ্গে মনোজের একটি সন্তান আছে। বিয়ের ১৩ বছর পর বিচ্ছেদ হয় তাঁদের। পরবর্তীতে মেয়ে জিয়ার অনুমতি নিয়ে সুরভিকে বিয়ে করেন অভিনেতা। তাঁদের একটি কন্যাসন্তানও হয়। এ বার তিন থেকে চার হলেন তাঁরা। আপাতত নতুন অতিথিকে কেন্দ্র করেই আবর্তিত তাঁদের পৃথিবী।