সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনায় ভাঙনের নেপথ্যেও এই কারণ দেখিয়েছিল বিরোধীরা। এমন পরিস্থিতিতে মণীশ সিসোদিয়ার এই বোমা মারাত্মক বলেই দাবি রাজনৈতিক মহলের। বিধানসভা ভোটের আগে এ রাজ্যের শাসকদলও এই অভিযোগ তুলেছিল। সোমবার মণীশ সিসোদিয়া এই বোমাটি ফাটালেন। একই সঙ্গে সিসোদিয়ার বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ পুরোপুরি মিথ্যে এবং তিনি কখনওই ষড়যন্ত্রকারী ও দুর্নীতিগ্রস্ত দলের সামনে মাথা নত করবেন না।
advertisement
আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির
সোমবার একটি ট্যুইট করে মণীশ সিসোদিয়া লিখেছেন, 'আমার কাছে বিজেপির বার্তা এসেছে আম আদমি পার্টি ভেঙে বিজেপিতে যোগ দিন। সিবিআই, ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপিকে আমার জবাব- আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যে, যা খুশি করুন।'
আরও পড়ুন: কাকে ছেড়ে কাকে দেখবেন? নেটপাড়া কাঁপাচ্ছেন এই বিকিনি-সুন্দরীরা, দেখুন
আপ নেতা সিসোদিয়ার বাড়িতে গত শুক্রবারই সিবিআই হানা দেয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তিনি বলেছেন এটি অরবিন্দ কেজরিওয়ালের ভাল কাজকে বদনাম করার জন্যই করা হয়েছে এবং কেজরিওয়ালের কাজে বাধা দেওয়ার জন্য করা হচ্ছে। কারণ তিনিই একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন।