জানা গিয়েছে, মৃত ওই তরুণীর নাম প্রিয়া কুমারী মোহারানা৷ অন্যদিকে অভিযুক্ত ২৪ বছর বয়সি যুবকের নাম অভয় মোহারানা৷ সে বেরহামপুরের লানজিপল্লি এলাকার বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, নিজেদের বিয়ে নিয়ে বচসার জেরেই প্রেমিকাকে খুন করে ওই যুবক৷
তদন্তকারীরা জেনেছেন, এর আগেও তিন বার বেরহামপুরের ওই লজে সময় কাটিয়েছে ওই যুগল৷ ঘটনার দিন অভয় ফের তাঁর প্রেমিকাকে ওই লজে আসতে বলে৷
advertisement
মঙ্গলবার বেরহামপুরের নতুন বাস স্ট্যান্ডের কাছে ওই লজটিতে বেলা সাড়ে এগারোটা নাগাদ প্রথমে পৌঁছয় অভয়৷ এর কিছুক্ষণ পর সেখানে যায় প্রিয়া৷ লজের ঘরে কিছুক্ষণ সময় কাটানোর পর বেলা তিনটে নাগাদ অভয় তার প্রেমিকাকে কুপিয়ে খুন করে৷
প্রেমিকাকে খুনের পর প্রথমে স্থানীয় একটি হাসপাতালে যায় অভয়৷ সেখানে নিজের হাতের ক্ষতর চিকিৎসা করায় সে৷ এর পর সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই যুবক৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷