বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম আসছে। কালী পটকা ফাটলেও সেন্ট্রাল টিম আসছে। কে কোন জামা কাপড় পরল তা দেখতেও আসছে সেন্ট্রাল টিম। কে ডিম খেল, কে আলু ভাজা খেল তাও দেখতে সেন্ট্রাল টিম পাঠিয়ে দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ভাত না রুটি? লাঞ্চ অথবা ডিনারে কোনটা খাবেন? সঠিক উত্তর জানুন! বিশেষজ্ঞরা যা বলছেন...
এরপরই তিনি বলেন, সেন্ট্রাল টিমের হাত দিয়ে ১০০ দিনের বকেয়া কাটা টাকা পাঠান। এই টাকা না পেলে বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, একশ দিনের টাকা আটকে দেওয়া হচ্ছে, বাড়ি তৈরির টাকা আটকে দেওয়া হচ্ছে। গ্যাসের দাম পাঁচশো টাকা বাড়িয়ে চার টাকা কমিয়ে তা ফলাও করে প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, জোতদারদের মত সব লুট করে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বেকারদের চাকরি দেবে বলেছিল। শুধু ভাঁওতা। মিথ্যার সরকার চলছে কেন্দ্রে। কাজের জন্য একটা স্কুটার থাকলেও তাকে আর বাড়ি দেওয়া হচ্ছে না। ছলনাকারী সরকার চলছে। প্রতিটি রাজ্যে বিরোধীদল গুলির সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে অত্যাচার সন্ত্রাস দাঙ্গা করা ছাড়া তাদের কোন কাজ নাই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঐক্যশ্রীর টাকা অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা তা চালিয়ে যাচ্ছি। ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যৎ। আমরা চাই তারা শিক্ষিত হোক। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যত গালাগালি দাও। আমার মুখ বন্ধ করা যাবে না। গরিবের জন্য কথা বলে যাব।"