Rice Vs Roti: ভাত না রুটি? লাঞ্চ অথবা ডিনারে কোনটা খাবেন? সঠিক উত্তর জানুন! বিশেষজ্ঞরা যা বলছেন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rice Vs Roti: ভাতের বদলে রুটি খেয়ে আসলে লাভটা কী? দুটোই তো শর্করা। সত্যিই কি রুটি খেলেই কমতে পারে ওবেসিটি বা ডায়াবেটিসের মতো রোগ। নিয়ন্ত্রণে থাকে ওজন?
advertisement
বস্তুত, ভাত আর রুটি দুটোই কিন্তু শর্করা। সব শর্করাই খাওয়ার পর পরিপাকতন্ত্রে গিয়ে ভাঙে, তারপর রক্তে শোষিত হয় গ্লুকোজ বা মনোস্যাকারাইড হিসেবে। সেই গ্লুকোজ হলো আমাদের মূল চালিকা শক্তি। শরীরের প্রায় প্রতিটি শারীরবৃত্তীয় কাজে দরকার হয় এ গ্লুকোজ। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ বা শর্করা দেহে সঞ্চিত হয় দেহে সঞ্চিত হয় চর্বি বা ফ্যাট হিসেবে।
advertisement
advertisement
advertisement
advertisement
যদি রুটি খান, তাহলে ময়দার রুটি একদমই খাবেন না। মধ্যবিত্ত বাড়িতে যদিও আটার রুটিই বেশি হয়। তবুও ওজন কমাতে চাইলে এবং সুস্থ থাকতে চাইলে জোয়ার, বাজরার রুটি খেতে পারেন। দুটো রুটির সঙ্গে এক বাটি সবজির তরকারি অবশ্যই রাখবেন। এমন সবজি বেছে নেবেন যাতে শরীরে পুষ্টির চাহিদা পূরণ হবে এবং যাতে ফাইবারের পরিমাণ বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement