TRENDING:

Mamata Banerjee On Shah Rukh Khan: 'বিজেপির ক্ষমতার শিকার শাহরুখ খান', মুম্বইতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

মমতা (Mamata Banerjee) এদিন পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখের (Shah Rukh Khan) (Mamata Banerjee On Shah Rukh Khan)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুম্বইতে গিয়ে সফরের দ্বিতীয় দিনে নাগরিক সমাজের বিশিষ্টদের সঙ্গে বসে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On Shah Rukh Khan)। সেখানে ফের একবার বিজেপিমুক্ত ভারতের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা। বৈঠকে উপস্থিত সকলের সামনেই এদিন প্রথম শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে মুখ খুললেন মমতা। মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক উদ্ধারের মামলায় প্রায় এক মাস শাহরুখের বড় ছেলে আরিয়ান খান জেলে ছিলেন। সেই প্রসঙ্গে ইঙ্গিত করেই মমতা এদিন পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখের (Mamata Banerjee On Shah Rukh Khan)। মমতার দাবি, 'বিজেপি অগণতান্ত্রিক ও পেশিশক্তিনির্ভর দল, একজোট হয়ে এই দেশকে বিজেপিমুক্ত করতে হবে।'
'বিজেপির ক্ষমতার শিকার শাহরুখ খান', মুম্বইতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
'বিজেপির ক্ষমতার শিকার শাহরুখ খান', মুম্বইতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

বলিউডের তারকা অভিনেতা শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক মমতার (Mamata Banerjee On Shah Rukh Khan)। এদিনের বৈঠকে শাহরুখ (Shah Rukh Khan) প্রসঙ্গে মমতা বলেছেন, 'বিজেপির অগণতান্ত্রিক চরিত্র, কীভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপি। আপনি ও শাহরুখ দু'জনেই বিজেপির শিকার। সবাইকে একসঙ্গে হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। রাজনৈতিক দল নিজেদের কাজ করবে, কিন্তু আপনারা সমাজের ভিত্তি। গণতন্ত্র কে বাঁচাতে পারলেই সমাজ এগোবে। কংগ্রেস লড়াই করছে না বিজেপি এর সঙ্গে। তাই আমাদের লড়াই করতে হবে।'

advertisement

আরও পড়ুন: মোদিজিও ভয় পান! জাভেদ-মেধাদের পাশে নিয়ে দিন বদলের ডাক তৃণমূলনেত্রীর

মুম্বই মাদক মামলায় গ্রেফতারের পর একাধিক শর্তে বম্বে হাইকোর্টে জামিন পেয়েছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। গত ২৮ অক্টোবরই বম্বে হাইকোর্টে জামিন পেয়েছিলেন আরিয়ান। কিন্তু বাড়ি ফিরতে পারেন তার ২ দিন পর। আরিয়ানের কাছে কোনও মাদক না মেলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা যায় না। সেই সময় নিজের কাজ থেকেও একেবারে বিরতি নিয়েছিলেন শাহরুখ। আরিয়ান মামলা চলাকালীন অনেকেই দাবি করেছিলেন, কেন্দ্রীয় সংস্থা এনসিবি (NCB) প্রধাণত শাহরুখের ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মিথ্যে মামলা সাজিয়েছে আরিয়ানের বিরুদ্ধে। তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার না হলেও গ্রেফতার করা হয়েছে। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ও শাহরুখের প্রিয় 'দিদি' মমতার প্রসঙ্গও উঠেছিল। মমতা-ঘনিষ্ঠ হওয়ার জন্যই শাহরুখের ছেলের এই পরিণতি বলেও দাবি করেছিলেন অনেকে।

advertisement

আরও পড়ুন: জামিন পেলেও হাজিরার নির্দেশ, NCB-র কাছে শাহরুখ পুত্র আরিয়ানকে দেখতে উপচে পড়া ভিড়! দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ছেলে বাড়ি ফেরার পর জন্মদিনেও কোনও বিশেষ পোস্ট বা ছবি পাওয়া যায়নি অভিনেতার। এমনকী মিডিয়ার সামনেও বহুদিন দেখা নেই শাহরুখের। এই পরিস্থিতিতে মুম্বই সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই আশা করেছিলেন, শাহরুখের সঙ্গে দেখা করতে পারেন মমতা। যদিও শাহরুখের সঙ্গে মমতা দেখা করবেন না বলেই জানা গিয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রধান বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে তৃণমূল। তবে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনই ভাবতে রাজি নন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বুধবার তিনি বলেছেন, 'কে প্রধানমন্ত্রী হবেন, তা গুরুত্বপূর্ণ নয়। বিজেপিকে সরিয়ে গণতন্ত্রকে রক্ষা করাই লক্ষ্য হওয়া উচিত আমাদের।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee On Shah Rukh Khan: 'বিজেপির ক্ষমতার শিকার শাহরুখ খান', মুম্বইতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল