TRENDING:

Mamata Banerjee in Mumbai: 'জয় মরাঠা, জয় বাংলা!' সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মুম্বাইয়ে নয়া স্লোগান মমতার

Last Updated:

এ দিন বিকেলেই মুম্বাই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল মুম্বাইয়ে তরুণ শিল্পপতিদের একটি সম্মেলনে আমন্ত্রিত তিনি (Mamata Banerjee in Mumbai)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: মুম্বাইয়ে পৌঁছেই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুজো দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সুস্থতা কামনা সহ সবার জন্যই প্রার্থনা করে পুজো দিয়েছেন তিনি (Mamata Banerjee in Mumbai)৷ সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নেও কোনও রাজনৈতিক মন্তব্য করেননি মমতা৷ তবে তাঁর মুখে 'জয় মরাঠা, জয় বাংলা' স্লোগান দেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee)৷
সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিন বিকেলেই মুম্বাই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল মুম্বাইয়ে তরুণ শিল্পপতিদের একটি সম্মেলনে আমন্ত্রিত তিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রীর এই সফর পুরোপুরি অরাজনৈতিকও নয়৷

আরও পড়ুুন: দেড় মাসের মধ্যে মেঘালয় ছেয়ে যাবে তৃণমূলের পতাকায়, শিলংয়ে ফুটবে জোড়াফুল, বললেন সাংমা

প্রথমে ঠিক ছিল, আজ সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু উদ্ধব ঠাকরের অস্ত্রোপচার হওয়ায় তাঁর কাছে বাইরে থেকে আসা কাউকেই যেতে দেওয়া হচ্ছে না৷ তবে উদ্ধব ঠাকরের বদলে তাঁর ছেলে আদিত্য ঠাকুর এবং শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত আজ সন্ধ্যায় হোটেলে এসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন৷ আগামিকাল এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা৷

advertisement

এ দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এত ভাল ভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ৷ আমার বাড়িতেও আমি গণেশ পুজো করি, আমাদের রাজ্যেও গণেশ পুজো হয়৷ আমি ভেবেছিলাম উদ্ধব ঠাকরেকে দেখতে যাবো৷ কিন্তু সংক্রমণের ভয়ে চিকিৎসকরা ওঁর কাছে কাউকে যেতে দিচ্ছেন না৷ আমি উদ্ধব ঠাকরে এবং সবার জন্য প্রার্থনা করেছি৷ জয় মরাঠা, জয় বাংলা৷' সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার পর মেরিন ড্রাইভের ২৬/১১ হামলায় শহিদ পুলিশকর্মী টুকারাম ওম্বলে স্মৃতি স্মারকে শ্রদ্ধাজ্ঞাপনও করেন৷

advertisement

আরও পড়ুুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় 'বন্ধু', সনু নিগমের মুখেও এবার 'খেলা হবে' স্লোগান! তবে কি...

মুম্বাইয়ে পৌঁছনোর পরই বিরোধী জোট নিয়ে মমতাকে বার বার প্রশ্ন করেন সাংবাদিকরা৷ যদিও সেই প্রশ্নের জবাব এড়িয়ে যান মুখ্যমন্ত্রী৷ কংগ্রেসকে এড়িয়েই সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় নিজেদের শক্তি আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃণমূল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমবার দিল্লিতে তৃণমূলের দেখানো পথে হেঁটেই কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয়নি মহারাষ্ট্রে কংগ্রেসেরই জোটসঙ্গী শিবসেনা৷ এই পরিস্থিতিতে তৃণমূলনেত্রীর মুম্বাই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Mumbai: 'জয় মরাঠা, জয় বাংলা!' সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মুম্বাইয়ে নয়া স্লোগান মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল