TRENDING:

Mamata Banerjee in Delhi: বয়কট করল বিরোধী শিবির, তিনি কেন নীতি আয়োগের বৈঠকে? দিল্লিতে জবাব দিলেন মমতা

Last Updated:

কংগ্রেস শাসিত রাজ্য সহ বিরোধী পক্ষের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন যোগ দিচ্ছেন, তা নিয়ে ইন্ডিয়া জোটের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগেই তিনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন৷ সেই কারণেই কংগ্রেস সহ বিরোধী শাসিত বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করলেও তিনি অংশ নেবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে বৈঠকে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যের বঞ্চনা নিয়েও তিনি সরব হবেন বলে জানিয়েছেন মমতা৷ তাঁকে বক্তব্য পেশে বাধা দিলে তিনি নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে আসবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আগামিকাল দিল্লিতে নীতি আয়োগের বৈঠক৷ কংগ্রেস শাসিত রাজ্য সহ বিরোধী পক্ষের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন যোগ দিচ্ছেন, তা নিয়ে ইন্ডিয়া জোটের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ অনেকে বিষয়টিকে বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্যের জের বলেও দাবি করেছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিন বলেছেন, ‘নীতি আয়োগের বৈঠক বয়কট করার ভাবনাচিন্তা থাকলে সে বিষয়ে বিরোধী শিবিরের সবাইকে আগে থেকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হত৷’

advertisement

মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন দাবি করেছেন, ‘ইন্ডিয়া জোটের মধ্যে কোনও সমন্বয়ের অভাব নেই৷ মুখ্যমন্ত্রী বলেন, যদি আগে থেকে জানাতো হত বাকিরা বয়কট করছে, ‘নীতি আয়োগের বৈঠক নিয়ে অন্যরকম ভাবতাম৷ ইন্ডিয়া জোটে সমন্বয়ের কোনও অভাব নেই। প্রতিদিন লোকসভায় জোটের বৈঠক হচ্ছে। মত বিনিময় হচ্ছে৷’ মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, আগামী দিনে যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেখানেও ভাল ফল করবে বিজেপি৷

advertisement

আরও পড়ুন: ইচ্ছে মতো বিদ্যুতের মাশুল আর নয়? সিইএসসি অভিযানে নতুন আইনের ভরসা দিলেন শুভেন্দু

কেন্দ্রীয় বাজেটেরও তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘এটা রাজনৈতিক বাজেট৷ বন্ধুদের সাহায্য করুক। কিন্তু রাজনৈতিক কারণে অন্য রাজ্যকে কেন বঞ্চনা করা হবে? বাংলাকে বঞ্চনা করা হয়েছে ।’

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এবারের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সময় চাননি তিনি৷ সময়ের অভাবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও তিনি দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগামিকাল নীতি আয়োগের বৈঠক শেষ করেই কলকাতার বিমান ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Delhi: বয়কট করল বিরোধী শিবির, তিনি কেন নীতি আয়োগের বৈঠকে? দিল্লিতে জবাব দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল