Suvendu Adhikari: ইচ্ছে মতো বিদ্যুতের মাশুল আর নয়? সিইএসসি অভিযানে নতুন আইনের ভরসা দিলেন শুভেন্দু

Last Updated:

শুধু সিইএসসি নয়, খুব শিগগিরই বিজেপি সল্টলেকে বিদ্যুৎ ভবন অভিযানেও যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কলকাতা: বিদ্যুতের মাশুল কমানোর জন্য সিইএসসি-কে সময় বেঁধে হুঁশিয়ারি দিয়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ১৫ অগাস্টের মধ্যে বিদ্যুতের মাশুল কমানো না হলে একটানা পাঁচ দিন সিইএসসি-র সদর দফতরের সামনে ধরনা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা৷
কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি পাওয়ার পর এ দিন বিজেপি সদর দফতর থেকে সিইএসসির সদর দফতর ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত মিছিল করে বিজেপি৷ মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, এই একচ্ছত্র ব্যবসার বীজ পুঁতে গিয়েছিল সিপিএম৷ বটবক্ষে পরণিত করেছে তৃণমূল কংগ্রেস৷
advertisement
শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রীয় সরকার খুব শিগগিরই বিদ্যুৎ ক্ষেত্রে একচ্ছত্র ব্যবসা আটকাতে মডেল বিদ্যুৎ বিল নিয়ে আসতে চলেছে৷ সেই আইন পাস হলেই ইচ্ছে মতো বিদ্যুতের মাশুল নেওয়া বন্ধ হবে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা৷ তাঁর দাবি, ২০২২ সালেই ওই বিল সংসদে পাস হয়েছে৷ খুব শিগগিরই তা আইনে পরিণত হবে৷
advertisement
তবে শুধু সিইএসসি নয়, খুব শিগগিরই বিজেপি সল্টলেকে বিদ্যুৎ ভবন অভিযানেও যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী৷
রাজ্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘এই দেউলিয়া সরকার পেট্রোল ডিজেলের সেজ বাড়িয়েছে এক টাকা 4 তারিখ ভোটের ফল প্রকাশের পর । এছাড়া জমি কেনা বেচা করলেও বেড়েছে ট্যাক্স। সোম থেকে শুক্র আমরা লাগাতার অবস্থান করবো এই ভিক্টোরিয়া হাউস এর সামনে । আমরা ১৫ দিন সময় দিয়ে গেলাম সিইএসসিকে। বিক্ষোভ করুন, মনোপলি ভাঙতে হবে। বাংলায় বাজার গুলোতে আগুন লেগেছে।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ইচ্ছে মতো বিদ্যুতের মাশুল আর নয়? সিইএসসি অভিযানে নতুন আইনের ভরসা দিলেন শুভেন্দু
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement