Rahul Gandhi new home: এটাই রাহুল গান্ধির নতুন বাড়ি? সব কিছু ঠিকঠাক তো, দেখে এলেন বোন প্রিয়াঙ্কা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
এর আগে সাংসদ হিসেবে নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক রোডের বাংলোয় থাকতেন রাহুল৷
নয়াদিল্লি: নতুন বাড়ি পেলেন রাহুল গান্ধি৷ লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুলকে নতুন বাংলো বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, সম্ভবত দিল্লির ৫ নম্বর সুনহরি বাগ ঠিকানার বাংলোটি রাহুলের জন্য বরাদ্দ করা হচ্ছে৷
এ দিন ওই বাংলো থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে কংগ্রেস নেত্রী এবং রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধিকে৷ মনে করা হচ্ছে, রাহুল ওই বাংলোয় থাকতে শুরু করার আগে সবকিছু ঠিকঠাক আছে কি না, তা নিজে খতিয়ে দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা৷
advertisement
advertisement
এর আগে সাংসদ হিসেবে নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক রোডের বাংলোয় থাকতেন রাহুল৷ প্রসঙ্গত, গত লোকসভা অধিবেশনের মধ্যেই মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাহুলকে দোষী সাব্যস্ত করে আদালত৷ সেই নির্দেশের পরই রাহুলের সাংসদ পদ খারিজ হয়৷ ফলে ১২ নম্বর তুঘলক রোডের বাংলোটি ছাড়তে হয়েছিল রাহুলকে৷
#WATCH | Congress leader Priyanka Gandhi Vadra leaves from Bungalow No. 5, Sunhari Bagh, New Delhi. According to some news reports, the Centre has offered this house to Lok Sabha LoP Rahul Gandhi.
(Official confirmation on bungalow allotment awaited) pic.twitter.com/vpWt4Ou5wp
— ANI (@ANI) July 26, 2024
advertisement
যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে সাংসদ পদ ফিরে পান রাহুল৷ এর পর ফের তুঘলক রোডের ওই বাংলোটিই রাহুলের জন্য বরাদ্দ করা হয়েছিল৷
লোকসভা নির্বাচনে বায়বরেলি থেকে জিতে আবারও সাংসদ হন রাহুল৷ কেরলের ওয়ানাড আসন থেকেও জয় পান তিনি৷ যদিও ওয়ানাডের সাংসদ পদটি ছেড়ে দেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 3:57 PM IST