Rahul Gandhi new home: এটাই রাহুল গান্ধির নতুন বাড়ি? সব কিছু ঠিকঠাক তো, দেখে এলেন বোন প্রিয়াঙ্কা

Last Updated:

এর আগে সাংসদ হিসেবে নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক রোডের বাংলোয় থাকতেন রাহুল৷

প্রিয়াঙ্কা গান্ধি ও রাহুল গান্ধি৷
প্রিয়াঙ্কা গান্ধি ও রাহুল গান্ধি৷
নয়াদিল্লি: নতুন বাড়ি পেলেন রাহুল গান্ধি৷ লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুলকে নতুন বাংলো বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, সম্ভবত দিল্লির ৫ নম্বর সুনহরি বাগ ঠিকানার বাংলোটি রাহুলের জন্য বরাদ্দ করা হচ্ছে৷
এ দিন ওই বাংলো থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে কংগ্রেস নেত্রী এবং রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধিকে৷ মনে করা হচ্ছে, রাহুল ওই বাংলোয় থাকতে শুরু করার আগে সবকিছু ঠিকঠাক আছে কি না, তা নিজে খতিয়ে দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা৷
advertisement
advertisement
এর আগে সাংসদ হিসেবে নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক রোডের বাংলোয় থাকতেন রাহুল৷ প্রসঙ্গত, গত লোকসভা অধিবেশনের মধ্যেই মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাহুলকে দোষী সাব্যস্ত করে আদালত৷ সেই নির্দেশের পরই রাহুলের সাংসদ পদ খারিজ হয়৷ ফলে ১২ নম্বর তুঘলক রোডের বাংলোটি ছাড়তে হয়েছিল রাহুলকে৷
advertisement
যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে সাংসদ পদ ফিরে পান রাহুল৷ এর পর ফের তুঘলক রোডের ওই বাংলোটিই রাহুলের জন্য বরাদ্দ করা হয়েছিল৷
লোকসভা নির্বাচনে বায়বরেলি থেকে জিতে আবারও সাংসদ হন রাহুল৷ কেরলের ওয়ানাড আসন থেকেও জয় পান তিনি৷ যদিও ওয়ানাডের সাংসদ পদটি ছেড়ে দেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi new home: এটাই রাহুল গান্ধির নতুন বাড়ি? সব কিছু ঠিকঠাক তো, দেখে এলেন বোন প্রিয়াঙ্কা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement