ভারতীয়দের বিয়ে মানেই জাঁকজমকে ভরা চোখধাঁধানো অনুষ্ঠান ৷ সঙ্গে ওড়ে হাজার হাজার টাকা ৷ সমাজের যে স্তরের মানুষই হোক না কেন, সন্তানের জন্মের পর থেকেই বিয়েতে মন ভরে খরচের জন্য টাকা সঞ্চয় শুরু করেন অভিভাবকেরা ৷ আর এই প্রবণতার কারণেই পণপ্রথার বাড়বাড়ন্ত বলে মত সমাজবিদদের একাংশের ৷
আরও পড়ুন
advertisement
রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে চিঠি দিল কংগ্রেস
পণ দেওয়া-নেওয়ার এই ঘৃণ্য প্রথার অবসানের লক্ষ্যে অভিনব প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ম্যারেজ রেজিস্ট্রারকে বিয়ের খরচের হিসেব দেওয়া হোক বাধ্যতামূলক । হিসেব দিক পাত্র-পাত্রী দু’পক্ষই। পাত্রীর অ্যাকাউন্টে প্রয়োজনে টাকার একাংশ থাকবে। এতে পণ নিয়ে অভিযোগের তদন্তে সুবিধা হবে বলে, একটি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিষয়টি নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। সব ঠিক থাকলে অদূর ভবিষ্যতে বিয়ের আগে ভারতীয়দের বিয়েতে কত টাকা খরচ হতে চলেছে তা প্রকাশ্যে জানাতে হতে পারে ৷
আরও পড়ুন
ফের থমকে গেল শিক্ষক নিয়োগ, কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের