TRENDING:

Mahua Moitra: সিবিআই-ইডি প্রধানের মেয়াদ বৃদ্ধি, অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা মহুয়া মৈত্রের

Last Updated:

সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধির অধ্যাদেশে রবিবার সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Mahua Moitra)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধি করতে জারি করা কেন্দ্রীয় অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এ দিন ট্যুইটারে নিজেই এই খবর জানিয়েছেন তৃণমূল সাংসদ৷ মহুয়ার দাবি, কেন্দ্রীয় সরকারের এই অধ্যাদেশ সুপ্রিম কোর্টেরই রায়ের পরিপন্থী৷
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷
advertisement

সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ দু' বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার জন্য গত রবিবার অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির৷ তার পরেও অবশ্য র, আইবি-র প্রধান এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সচিবদের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র৷ এই আমলাদের কার্যকালের মেয়াদও দু' বছর করে বাড়ানো হয়েছে৷

advertisement

সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধির অধ্যাদেশে রবিবার সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বিশেষত ইডি প্রধান সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷ ২০১৮ সালে ইডি প্রধানের দায়িত্ব নেন সঞ্জয়কুমার মিশ্র৷ ২০২০ সালের নভেম্বর মাসে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হওয়ার সময় এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার৷

advertisement

আরও পড়ুন: গানের অনুষ্ঠান থাকলেও কীভাবে বিধানসভায় হাজিরা? অদিতি মুন্সিকে পরামর্শ দিলেন মমতা

কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেই সময়ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল৷ শীর্ষ আদালত রায় দিতে গিয়ে জানিয়েছিল, মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না হলেও ভবিষ্যতে আর সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি চলবে না৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার কথা উল্লেখ করেই সম্ভবত মহুয়া মৈত্র দাবি করেছেন, কেন্দ্রের অধ্যাদেশ শীর্ষ আদালতের রায়ের পরিপন্থী৷

advertisement

আরও পড়ুন: 'কৃষকদের দোষারোপ নয়', দেশের রাজধানী 'বাঁচাতে' সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুপ্রিম কোর্টের বিচারপতি এল এন রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আরও জানিয়েছিল, ব্যতিক্রমী ক্ষেত্রেই এ ভাবে ইডি প্রধানের মতো পদে থাকা কারও মেয়াদ বৃদ্ধি করা উচিত৷ শীর্ষ আদালত এই নির্দেশ দিলেও সিবিআই, ইডি প্রধানের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র৷ তাও একবারে তিন বছরের জন্য৷ ইডি প্রধানের পদে গত সোমবার সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল৷ তার আগের দিনই অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: সিবিআই-ইডি প্রধানের মেয়াদ বৃদ্ধি, অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা মহুয়া মৈত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল