পুলিশ সূত্রে খবর, ২৭ বছরের অভিযুক্ত ব্যক্তি হার্দিক শাহ তার সহবাস সঙ্গীনীকে হত্যা করে তোশকে দেহ পুরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ঘটনাটি সম্ভবত গত মাসে ঘটেছে। যুগল নাকি বাড়িওয়ালা এবং প্রতিবেশীদের বলেছিলেন, তাঁরা বিবাহিত।
আরও পড়ুন: ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের অতিরিক্ত ক্ষতিপূরণ মামলায় আজ রায় দেবে শীর্ষ আদালত
advertisement
প্রেমিকাকে খুন করে ব্যক্তি পালানোর চেষ্টা করেছিল। কিন্তু তার পর নিজেই পুলিশের কাছে গিয়ে জানায়, সে তার প্রেমিকাকে হত্যা করেছে। কারণ হিসেবে তার বক্তব্য, প্রেমিকার চরিত্র নিয়ে সন্দেহ ছিল তার। পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে তাকে।
আরও পড়ুন: মাঠে তাস খেলছিলেন ৮ জন, হঠাৎ নজরে পড়ে পাড়ার ছেলের মৃতদেহ! কুলতলিতে চাঞ্চল্য
পুলিশ সংবাদসংস্থাকে জানিয়েছে, ব্যক্তির চাকরি ছিল না। মাঝে মধ্যেই যুগলের মধ্যে বিবাহ বাধত। এমনই এক ঝগড়ার সময়ে শ্বাসরোধ করে প্রেমিকাকে খুন করে সেই ব্যক্তি।
এর দিন কয়েক আগে এমনই এক ঘটনা ঘটেছিল নালাসোপারার কাছেই। ৬ কিমি দূরত্বে এক ব্যক্তি তার শাশুড়িকে কুপিয়ে খুন করে। পুলিশ সূত্রে খবর, নিজের স্ত্রী এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল ছিল না। মাঝেমধ্যেই ঝগড়া হত তাদের। গত ২৪ ফেব্রুয়ারি তাদের বাড়িতে তর্কবিতর্ক শুরু হয়। স্ত্রীর উপর চড়াও হয় সেই ব্যক্তি। মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন শাশুড়ি। সেই সময়ে শাশুড়ির পেটে ছুরির বসায় সেই ব্যক্তি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৬০ বছরের বৃদ্ধাকে।