উদ্ধবের মন্তব্যের নিন্দা করে ফড়ণবীশ বলেন, ‘‘দেবা বলতে উনি আসলে কাকে বোঝাতে চেয়েছেন? আমাকে? কারণ আমাকেও তো দেবা ভাউ বলা হয়’’৷ নিজের নাম ‘দেবেন্দ্র’ ওরফে ‘দেবা’র উদাহরণ টেনে উদ্ধবের মন্তব্যকে ব্যঙ্গাত্মক অর্থ করেছেন ফড়ণবীশ৷ পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ঘোষণা, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শাসক জোট সম্মিলিতভাবেই নেবে।
advertisement
“কে মেয়র হবে, কবে মেয়র নির্বাচন হবে, কোথায় সিদ্ধান্ত নেওয়া হবে এবং কত বছরের জন্য—এই সব সিদ্ধান্ত আমি, একনাথ শিন্ডে এবং আমাদের দলের নেতৃত্ব একসঙ্গেই নেব। এতে কোনও মতভেদ নেই,” বলেন ফড়ণবীশ। বিএমসি নির্বাচনের ফল প্রকাশের পর দলীয় কর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাতে ঠাকরে “ঈশ্বর চাইলে” মন্তব্যটি করেছিলেন। সেই মন্তব্য নিয়েও হয়েছে প্রচুর চর্চা৷ বিজেপি ও উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিশানা করে ঠাকরে মুম্বইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন।
“ওরা বিশ্বাসঘাতকতার মাধ্যমে, মুম্বইকে বন্ধক রেখে জয় পেয়েছে। এই পাপ মারাঠি মানুষ কখনও ক্ষমা করবে না,” তিনি বলেন এবং যোগ করেন, রাজনৈতিক লড়াই এখনও শেষ হয়নি। পরবর্তী এক সাংবাদিক সম্মেলনে ঠাকরে ভোটের সময় রাজ্যযন্ত্রের অপব্যবহারের অভিযোগ করেন এবং বলেন, বিজেপির শক্তি কেবল “কাগজে আছে, রাস্তায় নয়।” তিনি ভোটগ্রহণের দিনের অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, অমোচনীয় কালি মুছে ফেলা যাচ্ছিল এবং বিরোধী প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বা প্রলোভন দেখান হয়েছিল।
