TRENDING:

BMC Election: ‘মেয়র কে হবেন, সিদ্ধান্ত আমরাই নেব’! বিএমসি জিতেই উদ্ধবের মন্তব্যের তীব্র নিন্দা ফড়ণবীশের

Last Updated:

BMC Election: মহারাষ্ট্রের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র নির্বাচনে বড়সড় জয় হাসিল করেছে বিজেপি জোট৷ মুম্বইয়ের পুরসভার ক্ষমতা ‘ঠাকরে সাম্রাজ্যের’ হাত থেকে চলে গিয়েছে শিন্ডে-ফড়ণবীশ জোটের হাতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহারাষ্ট্রের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র নির্বাচনে বড়সড় জয় হাসিল করেছে বিজেপি জোট৷ মুম্বইয়ের পুরসভার ক্ষমতা ‘ঠাকরে সাম্রাজ্যের’ হাত থেকে চলে গিয়েছে শিন্ডে-ফড়ণবীশ জোটের হাতে৷ তবে নির্বাচনে হেরে যাওয়ার পরেও উদ্ধব ঠাকরে বলেন তাঁর দল এখনও মুম্বইয়ের মেয়র পদ দখল করতে পারে। এবার উদ্ধবের মন্তব্যের তীব্র নিন্দা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷
News18
News18
advertisement

উদ্ধবের মন্তব্যের নিন্দা করে ফড়ণবীশ বলেন, ‘‘দেবা বলতে উনি আসলে কাকে বোঝাতে চেয়েছেন? আমাকে? কারণ আমাকেও তো দেবা ভাউ বলা হয়’’৷ নিজের নাম ‘দেবেন্দ্র’ ওরফে ‘দেবা’র উদাহরণ টেনে উদ্ধবের মন্তব্যকে ব্যঙ্গাত্মক অর্থ করেছেন ফড়ণবীশ৷ পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ঘোষণা, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শাসক জোট সম্মিলিতভাবেই নেবে।

আরও পড়ুন: Safety Pin-এর নীচে ছোট্ট গোল ছিদ্রটি কেন থাকে বলুন তো? রোজ ব্যবহার করেন, তবু ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ

advertisement

“কে মেয়র হবে, কবে মেয়র নির্বাচন হবে, কোথায় সিদ্ধান্ত নেওয়া হবে এবং কত বছরের জন্য—এই সব সিদ্ধান্ত আমি, একনাথ শিন্ডে এবং আমাদের দলের নেতৃত্ব একসঙ্গেই নেব। এতে কোনও মতভেদ নেই,” বলেন ফড়ণবীশ। বিএমসি নির্বাচনের ফল প্রকাশের পর দলীয় কর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাতে ঠাকরে “ঈশ্বর চাইলে” মন্তব্যটি করেছিলেন। সেই মন্তব্য নিয়েও হয়েছে প্রচুর চর্চা৷ বিজেপি ও উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিশানা করে ঠাকরে মুম্বইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন।

advertisement

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পরেই ধামাকা! একই রাশিতে পাঁচ গ্রহের মিলন, শুভ যোগে খুলে যাবে ৪ রাশির সৌভাগ্যের বন্ধ দরজা, শুরু হবে গোল্ডেন টাইম

সেরা ভিডিও

আরও দেখুন
সাবেকিয়ানাকে ছাপিয়ে আধুনিক চমক! কালনার সরস্বতী পুজোয় AI ভাবনায় দেবী
আরও দেখুন

“ওরা বিশ্বাসঘাতকতার মাধ্যমে, মুম্বইকে বন্ধক রেখে জয় পেয়েছে। এই পাপ মারাঠি মানুষ কখনও ক্ষমা করবে না,” তিনি বলেন এবং যোগ করেন, রাজনৈতিক লড়াই এখনও শেষ হয়নি। পরবর্তী এক সাংবাদিক সম্মেলনে ঠাকরে ভোটের সময় রাজ্যযন্ত্রের অপব্যবহারের অভিযোগ করেন এবং বলেন, বিজেপির শক্তি কেবল “কাগজে আছে, রাস্তায় নয়।” তিনি ভোটগ্রহণের দিনের অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, অমোচনীয় কালি মুছে ফেলা যাচ্ছিল এবং বিরোধী প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বা প্রলোভন দেখান হয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BMC Election: ‘মেয়র কে হবেন, সিদ্ধান্ত আমরাই নেব’! বিএমসি জিতেই উদ্ধবের মন্তব্যের তীব্র নিন্দা ফড়ণবীশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল