আরও পড়ুন: আজ ফের দাম কমল পেট্রোল-ডিজেলের
মূল্যবৃদ্ধির জেরে দিল্লিতে সিলিন্ডারের দাম বেড়ে হল ৪৯৩.৫৫ টাকা, কলকাতায় ৪৯৬.৬৫ টাকা, মুম্বইয়ে ৪৯১.৩১ টাকা ও চেন্নাইয়ে ৪৮১.৮৪ টাকা ৷ বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭৭ টাকা। নতুন দাম হল ১২৪৪.৫০টাকা।
আরও পড়ুন: সকাল থেকেই আকাশের মুখ ভার, রাজ্যজুড়ে প্রবল ঝড় বৃষ্টি
advertisement
পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে।
আরও পড়ুন: বাঁশদ্রোণীতে মহিলার রহস্যমৃত্যু, খুনের অভিযোগ মৃতার পরিবারের
তেলে সামান্য স্বস্তি, গ্যাসে অস্বস্তি। ফের মধ্যবিত্তের উপর কোপ।২ টাকারও বেশি বাড়ল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম। কলকাতায় গতমাসে ভর্তুকিযুক্ত এলপিজি-র দাম ছিল সিলিন্ডার প্রতি ৪৯৪ টাকা ২৩ পয়সা। আজ থেকে নতুন দাম ৪৯৬ টাকা ৬৫ পয়সা। ৫০ টাকা দাম বাড়ল ভর্তুকিহীন এলপিজির। আগে ভর্তুকিহীন এলপিজি-র দাম ছিল সিলিন্ডার প্রতি ৬৭৪ টাকা। এবার তা বেড়ে হল ৭২৪ টাকা।