আজ ফের দাম কমল পেট্রোল-ডিজেলের
Last Updated:
টানা ১৬ দিন ধরে লাফিয়ে লাফিয়ে মূল্যবৃদ্ধি। ১৭ দিনের মাথায় মাত্র এক পয়সা দাম কমেছিল পেট্রোপণ্যের। ফের নামমাত্র কমল পেট্রোপণ্যের দাম।
#নয়াদিল্লি: টানা ১৬ দিন ধরে লাফিয়ে লাফিয়ে মূল্যবৃদ্ধি। ১৭ দিনের মাথায় মাত্র এক পয়সা দাম কমেছিল পেট্রোপণ্যের। ফের নামমাত্র কমল পেট্রোপণ্যের দাম।
আজ কলকাতায় পেট্রোলের দাম কমে ৮০.৯২ টাকা/লিটার হয়েছে । ডিজেলের দাম কমে ৭১.৭৫ টাকা/লিটার ৷ এমন ধীরগতিতে দাম কমায় হতাশ ক্রেতারা।
advertisement
অনেকেরই প্রশ্ন, তেলের দাম এক দু’পয়সা করে কমানোর অর্থ কী? এভাবে কি সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করছে মোদি সরকার?
advertisement
১৩ তারিখে কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৭৭ টাকা ৩২ পয়সা। যা ২৯ তারিখ পৌঁছয় ৮১ টাকা ৬ পয়সায়। অর্থাৎ ১৬ দিনে দাম বেড়েছে ৩ টাকা চুয়াত্তর পয়সা।
view commentsLocation :
First Published :
June 01, 2018 9:00 AM IST