এক নজরে দেখে নিন প্রকাশিত লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের ফলাফল

Last Updated:

সারা দেশের চোখ আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকেই ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফলাফল সামনে আস্তে থাকে জনাদেশ ৷

#নয়াদিল্লি: সারা দেশের চোখ আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকেই ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফলাফল সামনে আস্তে থাকে জনাদেশ ৷
দেশের ১০টি বিধানসভা উপনির্বাচনের অন্যতম ছিল রাজ্যের মহেশতলা বিধানসভা ৷ মহেশতলা বিধানসভার উপনির্বাচনে বলাই বাহুল্য সবুজ ঝড়ে লন্ডভন্ড বিরোধীরা ৷ তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে তাঁরই স্বামী দুলাল দাস এবারের তৃণমূলের প্রার্থী ৷ তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থীকে ৬২,৭৬৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছে ৷
এই জয়ের ফলে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত রইল ৷ মহেশতলা বিধানসভা নির্বাচনে এবার মোট ভোট পড়েছিল ২,৪৮,৮৫৫ ৷ তৃণমূল পেয়েছে ১,৪,৮১৮, বিজেপি ৪২,০৫৩, বাম-কংগ্রেস জোট ৩০,৩৮৪ ও নোটায় মোট ভোট পড়েছিল ৩,৭৪২টি ৷ ২০১৬ বিধানসভা নির্বাচনের থেকে এবারে তৃণমূলের জয়ের মার্জিন ৫ গুণ বাড়ল ৷ তেমনই বিজেপি নিজেদের প্রাপ্ত ভোট ৩ গুণ বাড়িয়ে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এল ৷
advertisement
advertisement
এবার দেখে নেওয়া যাক এক নজরে দেশের ৪ লোকসভা ও ১০ বিধানসভা ভিত্তিক ফলাফল,
আজকের উপনির্বাচনের যে চারটি লোকসভার আসনে নির্বাচনের ফলাফল সামনে এসেছে তার মধ্যে তিনটি আসনই বিজেপির দখলে ছিল ৷ ফলাফল সামনে আসতেই দেখা গিয়েছে তিনটি আসনের মধ্যে মহারাষ্ট্রের পালঘর লোকসভা কেন্দ্রই শুধুমাত্র নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে বিজেপি ৷ উত্তরপ্রদেশের কৈরানা ও মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা নিজেদের হাতছাড়া করেছে ৷
advertisement
উত্তরপ্রদেশের নূরপুর বিধানসভা কেন্দ্র দখলে ছিল বিজেপির
আজকের উপনির্বাচনে জয়ী সমাজবাদী পার্টি ৷ বিহারের জোকিহাট বিধানসভা কেন্দ্র দখলে ছিল জেডিইউর উপনির্বাচনে জয়ী আরজেডি ৷ পঞ্জাবের শাহকোট বিধানসভা কেন্দ্র দখলে ছিল শিরোমনি অকালি দল-এর উপনির্বাচনে জয়ী কংগ্রেস ৷
মহারাষ্ট্রের পালুসকাদেগাঁও বিধানসভা কংগ্রেসের দখলে ছিল ৷ উপনির্বাচনে জয়ী কংগ্রেসই ৷ ঝাড়খণ্ডের সিল্লি বিধানসভা কেন্দ্র দখলে ছিল জেএমএম-এর উপনির্বাচনে জয়ী জেএমএম ৷ ঝাড়খণ্ডের গোমিয়া বিধানসভা কেন্দ্র দখলে ছিল জেএমএম-এর উপনির্বাচনে জয়ী জেএমএম ৷ মেঘালয়ের আমপাতি বিধানসভা কেন্দ্র দখলে ছিল কংগ্রেসের,  উপনির্বাচনে জয়ী কংগ্রেস ৷ এ ক্ষেত্রে নিজেদের এই আসন নিজেদের দখলে রাখল জাতীয় কংগ্রেস ৷
advertisement
কেরলের চেনগান্নুর বিধানসভা কেন্দ্র দখলে ছিল সিপিএম-এর উপনির্বাচনে জয়ী সিপিএম ৷ উত্তরাখণ্ডের থারালি বিধানসভা কেন্দ্র দখলে ছিল বিজেপির উপনির্বাচনে জয়ী বিজেপি ৷ কর্ণাটকে আরআর নগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে জয়ী কংগ্রেস ৷
নিঃসন্দেহেই বলা যেতে পারে যে আজকের এই ফলাফলে আরও একবার একবার বিজেপি বিরোধী জোট বেশ খানিকটা অক্সিজেন পাবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এক নজরে দেখে নিন প্রকাশিত লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের ফলাফল
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement