আলওয়ারের রেনি থানার অন্তর্গত ডেরা গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ওই যুবক প্রাণ হারিয়েছেন। মৃত যুবকের নাম ধীরজ বৈরোয়া, সে আইটিআই-র ছাত্র ও পাশাপাশি ফটোগ্রাফার হিসেবেও কাজ করত।
গত ৩০ মার্চ ধীরজ ওই গ্রামের প্রেমিকার বাড়ি চুপিচুপি চলে যায়। কিন্তু মেয়েটির পরিবার ঘটনাটি জানতেই শুরু ভয়ঙ্কর হামলা।
advertisement
মেয়েটির পরিবারের সদস্যরা, এমনকি মহিলা ও বয়স্করাও ধীরজকে বেধড়ক মারধর করে। প্রথমে বাড়ির ভেতর, পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধর করা হয়। পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে ধীরজের শরীর লাল হয়ে যেতে দেখা যায়। মেয়েটিকেও তার পরিবারের লোকজন মারধর করেছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ধীরজের পরিবার এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে আলওয়ার হয়ে জয়পুরের এসএমএস হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ধীরজ মারা যায়।
ধীরজের কাকা রেনি থানায় এফআইআর করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।