Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ এক শিশুকে পিষে দিল দ্রুত গতির গাড়ি! আহত একাধিক, দেখুন ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: জয়পুরের নাহারগড়ে মদ্যপ চালকের SUV দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ও ৬ জন আহত হন। স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনাটি ধরা পড়ে সিসিটিভিতে
জয়পুর: জয়পুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর জেরে প্রাণ গেল ৩ জনের এবং আহত হলেন অন্তত ৬ জন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জয়পুরের নাহারগড় এলাকায়।
দেখা গিয়েছে একটি দ্রুতগতির SUV গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও অন্যান্য গাড়ির উপর উঠে যায়। ধৃত চালকের নাম উসমান এবং পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল এবং প্রায় ৭০ কিমি/ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিল।
advertisement
advertisement
CCTV ফুটেজে ধরা পড়েছে SUV গাড়িটি কীভাবে একাধিক ব্যক্তিকে ধাক্কা মেরে পালাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের দাবি, ধৃত উসমান একটি মেডিকেল সরঞ্জামের কোম্পানিতে কাজ করত এবং গাড়িটি সেই কোম্পানির মালিকানাধীন।
advertisement
মৃতদের মধ্যে রয়েছেন ৩৭ বছরের অবদেশ পারিক এবং ৫০ বছরের মমতা। আহতদের মধ্যে একজন তিন বছরের শিশু কন্যাও রয়েছে। বর্তমানে সকল আহতদের চিকিৎসা চলছে SMS হাসপাতালে। একই গাড়িটি জয়পুরের এমআই রোড ও গালতা গেট এলাকাতেও দুর্ঘটনা ঘটিয়েছে।
Jaipur: More innocents lost their lives in a drunk driving case… The driver didn’t even stop — he kept going as if it were a video game. And Milords will grant him instant bail… pic.twitter.com/xNXGZ0XJQu
— Mr Sinha (@MrSinha_) April 8, 2025
advertisement
ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির হাওয়া মহল বিধানসভা কেন্দ্রের বিধায়ক বালমুকুন্দ আচার্য এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গেহলট বলেন, “এই ঘটনাটি হৃদয়বিদারক। কঠোর ধারায় মামলার দাবি জানাচ্ছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2025 3:28 PM IST