বিজেপির তারকা প্রচারকের তালিকার শীর্ষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম৷ তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জে পি নড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ সহ ৪০ জন।
গত মঙ্গলবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগ করে বিতর্কিত মন্তব্য করার পরেও বিজেপির তারকা প্রচারকদের তালিকায় দেখা গিয়েছে দিলীপ ঘোষের নাম৷ যদিও বিতর্কিত মন্তব্যের ঘটনায় তাঁকে ইতিমধ্যেই শোকজ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব৷
advertisement
আরও পড়ুন: তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় নেই কাঞ্চন! বাদ মিমি, নুসরত, কৌশানী
গতকাল মঙ্গলবার বিজেপির কালচারাল সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা রুদ্রনীল ঘোষ লোকসভা ভোটের টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের উপর কার্যত ক্ষোভ প্রকাশ করেন। প্রার্থী হতে গেলে যোগ্যতার মাপকাঠি কী? প্রশ্ন তোলেন রুদ্রনীল। বিজেপির তারকা প্রচারকদের তালিকায় সেই অভিমানী রুদ্রনীলকেও এবার রাখা হল।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে দিলীপ, কমিশনে নালিশ জানাল তৃণমূল!
চলতি লোকসভা ভোটে প্রার্থীদের জন্য প্রচার কর্মসূচির ইতিমধ্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক, বাদ পড়েছেন সাংসদ নুসরত জাহান ও টলি তারকা কৌশানী মুখোপাধ্যায় ও মিমি চক্রবর্তীও৷ উল্লেখ্য, এ বার গতবারের সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী এ বারে প্রার্থীতালিকাতেও স্থান পাননি৷