বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, আসানসোলে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন পার্থ মুখোপাধ্যায়৷ অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামেদের প্রার্থী হচ্ছেন সায়রা শাহ হালিম৷
আরও পড়ুন: উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের সূচিতে বদল, সম্ভবত আগামিকালই ঘোষণা
আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন রয়েছে৷ ইতিমধ্যেই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল৷ আসানসোলের শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে শাসক দল৷ বালিগঞ্জে তৃণমূল প্রার্থী আসানসোলেরই প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়৷
advertisement
আরও পড়ুন: সুব্রতর সেই 'ছোকরা' এ কোন ভূমিকায়! একডালিয়ায় বাবুলের 'কীর্তি'তে অবাক সকলে
আসানসোল কেন্দ্রে বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য৷ অন্যদিকে সায়রা শাহ হালিম সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী৷ গত বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে সিপিএম প্রার্থী ছিলেন ফুয়াদ নিজে৷
বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় আসানসোলে উপনির্বাচন হচ্ছে৷ অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বিধায়কশূন্য অবস্থায় রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র৷ তাই সেখানেও উপনির্বাচন হচ্ছে৷
বিধানসভা নির্বাচনের তুলনায় রাজ্যের চার পুরনিগম এবং পুরভোটেও বামেদের ভোট প্রাপ্তির হার বেড়েছিল৷ উপনির্বাচনগুলিতেও বামেদের ফল ছিল তুলনামূলক ভাবে ভাল৷ আসানসোল- বালিগঞ্জ নিয়ে তাই নতুন করে আশায় বুক বাঁধছে বামেরা৷