TRENDING:

যোগী সরকারের নয়া ফরমান, সংবাদমাধ্যমের WhatsApp নম্বর নথিভূক্তকরণ বাধ্যতামূলক

Last Updated:

স্থানীয় খবরের চ্যানেল, খবরের ওয়েবসাইট ও সংবাদপত্রের জন্যও নির্দেশিকা জারি করেছে ললিতপুর জেলা প্রশাসন । নির্দেশ অমান্য করলে তথ্যপ্রযুক্তি আইন অনু্যায়ী হতে পারে জেলও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আনতে এক অভিনব নির্দেশিকা আনল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার । ললিতপুর জেলা প্রশাসন এক নয়া ফরমান জারি করেছে যেখানে বলা হয়েছে সাংবাদিকদের দ্বারা চালিত সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে তথ্যমন্ত্রকের সঙ্গে  নথিভূক্ত করতে হবে । স্থানীয় খবরের চ্যানেল, খবরের ওয়েবসাইট ও সংবাদপত্রের জন্যও নির্দেশিকা জারি করেছে ললিতপুর জেলা প্রশাসন । নির্দেশ অমান্য করলে তথ্যপ্রযুক্তি আইন অনু্যায়ী হতে পারে জেলও ।
advertisement

জেলা প্রশাসক মানবেন্দ্র সিং ও পুলিশ সুপারিনটেন্ডেন্ট ওপি সিং-যুগ্মভাবে এই নির্দেশিকা জারি করেছে । সমস্ত সংবাদমাধ্যমের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে একটি রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালকের নাম, ঠিকানা ও আধার নম্বর সহ ৩১ অগস্টের মধ্যে জমা দিতে হবে ওই ফর্ম । দিতে হবে ছবি ও তাঁর ব্যক্তিগত নম্বরও ।

advertisement

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ালে নেওয়া হবে আইনি পদক্ষেপ, কড়া বার্তা দিল কেন্দ্র

কোনওরকম সাম্প্রদায়িক বা রাজনৈতিক বার্তা যার ফলে ব্যাহত হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি-এধরনের কোনও বার্তা যাতে না ছড়ায় সেই দায়িত্বও নিতে হবে পরিচালককে । খতিয়ে দেখা হবে পরিচালকের অপরাধ সংক্রান্ত রেকর্ডও ।

advertisement

আরও পড়ুন: ফের টাকার দামের রেকর্ড পতন, কড়া চ্যালেঞ্জের মুখে আমি ও আপনি!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সংবাদমাধ্যমের একাংশদের মতে এই নির্দেশিকার ফলে কমতে পারে ভুয়ো সাংবাদিকতার প্রকোপ। কিন্তু আরও এক পক্ষের মতে এই নির্দেশিকা বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে লঙ্ঘন করে । জেলা প্রশাসকের মতে তাঁদের এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি । ভুয়ো সাংবাদিকদে যে লবি তৈরি হয়েছে যারা প্রতিনিয়ত বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে হেনস্থা তাঁদের রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
যোগী সরকারের নয়া ফরমান, সংবাদমাধ্যমের WhatsApp নম্বর নথিভূক্তকরণ বাধ্যতামূলক