আরও পড়ুনঃ সুখবর! পুজোর আগেই মেট্রো রেল পরিষেবা বেলেঘাটা স্টেশন পর্যন্ত
নোয়াপাড়া স্টেশনে অ্যালুমিনিয়ামের বিদ্যুৎবাহী লাইন বসানোর কাজ শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, আগামী দু’বছরের মধ্যে ব্লু লাইনে অ্যালুমিনিয়ামের লাইন বসানোর কাজ সম্পন্ন হবে। যে সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে, ইতিমধ্যে বিশ্বের বড় বড় ২০টি শহরে মেট্রোর লাইন বসানোর কাজ করে এসেছে সেই সংস্থাটি। তাই তারা দ্রুত এই কাজ কলকাতাতেও শেষ করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।একটি জার্মান সংস্থাকে এই কাজের টেন্ডার দিয়েছে মেট্রো। মেট্রো জানিয়েছে, কলকাতার ব্লু লাইন সবচেয়ে পুরনো। যে সময়ে এই লাইন বসানোর হয়েছিল, সেই সময়ে অ্যালুমিনিয়ামের বিদ্যুৎবাহী লাইন বসানোর প্রচলন ছিল না। পরে কলকাতা মেট্রোয় যখন ইস্ট-ওয়েস্ট গ্রিন লাইন কিংবা জোকা-তারাতলা পার্পল লাইন তৈরি হল, সেখানে বিদ্যুৎবাহী লাইনে অ্যালুমিনিয়ামই ব্যবহার করা হয়েছে। কেবল ব্লু লাইনেই পুরনো ইস্পাতের ব্যবহার রয়ে গিয়েছে।
advertisement
ইস্পাতের লাইন হওয়ায় মেট্রো চলার সময়ে রেকের সঙ্গে তার ঘর্ষণে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাতে খরচ অনেক বেশি। অ্যালুমিনিয়ামের লাইন বসলে বিদ্যুৎ খরচ কমবে অন্তত ৮৪ শতাংশ। সেই সঙ্গে ক্ষতিকর কার্বন উৎপাদনও অনেক কমে যাবে। অন্তত ৫০ হাজার টন কার্বন উৎপাদন কমবে এর ফলে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, অ্যালুমিনিয়ামের লাইন বসলে বিদ্যুৎ খরচ বাবদ বছরে প্রতি কিলোমিটারে এক কোটি টাকা বাঁচবে। এতে মেট্রো পরিষেবার খরচ অনেক কমবে। সেই সঙ্গে পরিষেবা আরও দ্রুত হবে।