TRENDING:

Pahalgam Terror Attack: অবশেষে মুখ খুলল পাকিস্তান...তা-ও পহেলগাঁওয়ে হামলার এতক্ষণ পর! কী বলল? জঙ্গিদের ৫-৭ জনই তো পাকিস্তানের

Last Updated:

সূত্রের খবর, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রায় ৮-১০ জন সন্ত্রাসবাদী জড়িত থাকতে পারে। তাদের মধ্যে ৫-৭ জন হতে পারে পাকিস্তানের। স্থানীয় যে ক’জন ছিল, তারাও নিয়ন্ত্রণরেখআ পেরিয়ে ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে৷ মূলত স্থানীয় ওই যুবকদের সাহায্যেই হত্যালীলা চালানোর পরে জঙ্গিরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যেতে পেরেছে বলে মনে করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকিস্তান: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, পর্যটকদের ঘিরে ধরে একটি বিশেষ ধর্মের লোক ছাড়া নাম জিজ্ঞেস করে একে একে গুলি করা হয়েছে৷ কারওকে একে-৪৭ এর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, কারওকে গুলি করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে৷ সূত্রের খবর, গোটা অপারেশন চালিয়েছে ৮-১০ জন জঙ্গি৷ তাদের মধ্যে ৫-৭ জন পাকিস্তান থেকে এসেছিল বলে দাবি করা হচ্ছে৷ গত মঙ্গলবারের জঙ্গি হামলার পরে, এই প্রথম এই নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাল পড়শি দেশ পাকিস্তান৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে বিবৃতি দিলেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ৷
News18
News18
advertisement

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফের দাবি, পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই৷ শুধু তাই নয়, সন্ত্রাসবাদকে কখনও প্রশ্রয় দেয় না পাকিস্তান৷ এখানেই শেষ করেননি তিনি৷

বিবৃতিতে আসিফ লিখেছেন, ‘‘ভারতের বিভিন্ন রাজ্যে ভারত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, নাগাল্যান্ড, মণিপুর, কাশ্মীর এবং ছত্তিশগড়েও৷ এই সমস্ত ভিতরের লোকেরাই এই কাজ করেছে৷’’

advertisement

আরও পড়ুন প্রথম সামনে এল পহেলগাঁও হামলার সম্ভাব্য জঙ্গির ছবি! একে-৪৭ হাতে ঘুরে বেরাচ্ছে বৈসরন ভ্যালিতে

তিনি লেখেন, ‘‘আমরা কোনও ধরনের সন্ত্রাসবাদকে সমর্থন করি না৷ স্থানীয় লোকেদের কখনওই জঙ্গি হিসাবে টার্গেট করা উচিত নয়৷ আমাদের এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ যদিও স্থানীয় কোনও সংগঠন যদি ভারত সরকারকে টার্গেট করে, তাহলে পাকিস্তানের দিকে আঙুল তোলা সহজ হয়ে যায়৷’’

advertisement

সূত্রের খবর, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রায় ৮-১০ জন সন্ত্রাসবাদী জড়িত থাকতে পারে। তাদের মধ্যে ৫-৭ জন হতে পারে পাকিস্তানের। স্থানীয় যে ক’জন ছিল, তারাও নিয়ন্ত্রণরেখআ পেরিয়ে ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে৷ মূলত স্থানীয় ওই যুবকদের সাহায্যেই হত্যালীলা চালানোর পরে জঙ্গিরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যেতে পেরেছে বলে মনে করা হচ্ছে৷

advertisement

আরও পড়ুন: সৌদি সফর কাটছাঁট করে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি, কী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার?

মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে৷ এঁদের বেশিরভাগই অন্যান্য রাজ্য থেকে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটি উপত্যকায় সবচেয়ে বড় হামলা। তা-ও অমরনাথ যাত্রা শুরুর কিছু দিন আগেই৷ পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

জঙ্গি হামলায় নিহত ২৬ জনের মধ্যে দুজন বিদেশি – সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের৷ বাকি দুজন স্থানীয়।

বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: অবশেষে মুখ খুলল পাকিস্তান...তা-ও পহেলগাঁওয়ে হামলার এতক্ষণ পর! কী বলল? জঙ্গিদের ৫-৭ জনই তো পাকিস্তানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল