মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে X হ্যান্ডেলে লেখেন, ” জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই হিংসা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। হামলাকারীরা যেন কোনও ভাবেই ছাড়া না পায়।”
advertisement
কারা ‘যোগ্য’? তালিকা খুব শীঘ্রই আসছে জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে! তার পর?
সূত্রের খবর অনুযায়ী, লস্কর-ই-তৈয়বা নামে একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলা পর্যটকদের ওপর লক্ষ্য করে চালানো হয়েছিল, যা কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশকে একেবারে চরমভাবে আঘাত করেছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ফ্রিজে জমে উঠছে বরফের পাহাড়? করুন এই ‘ছোট্ট’ কাজ…! বার বার পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি সহজেই!
জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই ‘কালো’ জিনিস দিন গোড়ায়…! ফুল রাখার জায়গা পাবেন না!
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে তিন জন স্থানীয় এবং তিন জন রাজস্থানের।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ‘আমি মর্মাহত। আমাদের দর্শনার্থীদের উপর এই আক্রমণ খুবই খারাপ কাজ। এই হামলার অপরাধীরা অমানবিক। নিন্দার কোনও শব্দই যথেষ্ট নয়। আমি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’