শ্রীনগরের ঠিক মাঝখানে টলটলে ডাল লেক৷ যা তার জালের মতো শাখা-প্রশাখা ছড়িয়ে দিয়েছে জম্মু ও কাশ্মীরের রাজধানীর অলিতে গলিতে৷ যার বুকে ঝুঁকে পড়ে পীরপঞ্জলের ছায়া, সুসজ্জিত হাউস বোট থেকে শিকারা যার অন্যতম পরিচয়৷ সেই ডাল লেকেই শুক্রবার থেকে নেমেছে মেরিন৷ নাম, ম্যক্রোস৷ প্রায় গোটা ডাল লেকেই ছড়িয়ে গিয়েছেন এই মেরিন ম্যাক্রোসরা৷ কিন্তু কেন?
advertisement
কারণ, এই ডাল লেকের ধারেই অবস্থিত শের-এ কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (SKICC)৷ এই খানেই আগামী সোমবার আয়োজিত হতে চলেছে G20-র এই বৈঠক৷
গোটা শ্রীনগর জুড়েই মোতায়েন হয়েছে NSG কম্যান্ডো৷ তাদের সঙ্গে রয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানেরা৷ সূত্রের খবর, বৃহস্পতিবার শ্রীনগরের লালচক এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে তারা৷
সূত্রের খবর, আন্তর্জাতিক এই সামিট ভেস্তে দিতে হামলা চালাতে পারে জঙ্গিরা৷ গোপন সূত্রে এমন খবর পেয়েই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শ্রীনগর৷ নিরাপত্তায় মোতায় BSF, CRPF, SSB থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ৷
এদিন জম্মু ও কাশ্মীর পুলিশের এডিজি বিজয় কুমার বলেন, ‘‘আমরা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রেখেছি৷ NSG এবং সেনার সাহায্যে ড্রোন বিরোধী যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে৷ ডাল লেকের সুরক্ষার জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে ম্যাক্রো৷ তৈরি BSF, CRPF এবং SSB-ও৷’’
আরও পড়ুন: কবে শুরু ২০২৪ এর মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা, রুটিন জানিয়ে দিল পর্ষদ
সূত্রের খবর, আগামী ২২ থেকে ২৪ তারিখ শ্রীনগরে আয়োজিত তৃতীয় G20 Tourism Working Group-এর বৈঠকে কমপক্ষে ১০০ জন প্রতিনিধি আসছেন৷ তবে বৈঠকে যোগ দিচ্ছেন না চিন এবং তুরস্কের কোনও প্রতিনিধি৷
আগামী ২৪ তারিখ গুলমার্গে G20 -র প্রতিনিধিদের একটি বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠক বাতিল করা হয়েছে৷ আগামী ২৫ মে পর্যন্ত শ্রীনগরের গুরুত্বপূর্ণ স্কুলগুলি বন্ধ৷ কাজে বেরতে বারণ করা হয়েছে কাশ্মীরি পণ্ডিতদেরও৷
রাজৌরি এবং পুঞ্চে সেনার উপরে জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে৷ ওই দুই হামলায় ১০ জন সেনার মৃত্যু হয়েছে৷ যাঁর মধ্যে ৫ জন স্পেশাল কম্যান্ডোও ছিলেন৷