TRENDING:

Jammu and Kashmir | G20 Meeting: ডাল লেকে নামল মেরিন! লালচক তোলপাড় করে তল্লাশি, আবার কী হল ভূ-স্বর্গে?

Last Updated:

আগামী ২৪ তারিখ গুলমার্গে G20 -র প্রতিনিধিদের একটি বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠক বাতিল করা হয়েছে৷ আগামী ২৫ মে পর্যন্ত শ্রীনগরের গুরুত্বপূর্ণ স্কুলগুলি বন্ধ৷ কাজে বেরতে বারণ করা হয়েছে কাশ্মীরি পণ্ডিতদেরও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু ও কাশ্মীর: নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে জম্মু ও কাশ্মীর৷ জল, স্থল আকাশ, প্রত্যেক জায়গায় মোতায়েন মেরিন কম্যান্ডোস এবং ন্যাশনাল সিকিওরিটি গার্ডস (NSG)৷ সোমবারই ভারতের জম্মু ও কাশ্মীরে আয়োজিত হতে চলেছে G20 কার্যকরী গ্রুপের বৈঠক৷ ওই দিন নিরাপত্তা ব্যবস্থায় যাতে বিন্দুমাত্র ফাঁক না থাকে, না নিশ্চিত করতেই তৎপর কেন্দ্রীয় প্রশাসন৷
advertisement

শ্রীনগরের ঠিক মাঝখানে টলটলে ডাল লেক৷ যা তার জালের মতো শাখা-প্রশাখা ছড়িয়ে দিয়েছে জম্মু ও কাশ্মীরের রাজধানীর অলিতে গলিতে৷ যার বুকে ঝুঁকে পড়ে পীরপঞ্জলের ছায়া, সুসজ্জিত হাউস বোট থেকে শিকারা যার অন্যতম পরিচয়৷ সেই ডাল লেকেই শুক্রবার থেকে নেমেছে মেরিন৷ নাম, ম্যক্রোস৷ প্রায় গোটা ডাল লেকেই ছড়িয়ে গিয়েছেন এই মেরিন ম্যাক্রোসরা৷ কিন্তু কেন?

advertisement

আরও পড়ুন: কৃতী ছাত্র-ছাত্রীদের সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর! বাঁকুড়ার অন্বেষার সঙ্গেও কথা, কী বললেন তাঁকে?

কারণ, এই ডাল লেকের ধারেই অবস্থিত শের-এ কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (SKICC)৷ এই খানেই আগামী সোমবার আয়োজিত হতে চলেছে G20-র এই বৈঠক৷

গোটা শ্রীনগর জুড়েই মোতায়েন হয়েছে NSG কম্যান্ডো৷ তাদের সঙ্গে রয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানেরা৷ সূত্রের খবর, বৃহস্পতিবার শ্রীনগরের লালচক এলাকায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে তারা৷

advertisement

সূত্রের খবর, আন্তর্জাতিক এই সামিট ভেস্তে দিতে হামলা চালাতে পারে জঙ্গিরা৷ গোপন সূত্রে এমন খবর পেয়েই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শ্রীনগর৷ নিরাপত্তায় মোতায় BSF, CRPF, SSB থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ৷

এদিন জম্মু ও কাশ্মীর পুলিশের এডিজি বিজয় কুমার বলেন, ‘‘আমরা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রেখেছি৷ NSG এবং সেনার সাহায্যে ড্রোন বিরোধী যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে৷ ডাল লেকের সুরক্ষার জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে ম্যাক্রো৷ তৈরি BSF, CRPF এবং SSB-ও৷’’

advertisement

আরও পড়ুন: কবে শুরু ২০২৪ এর মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা, রুটিন জানিয়ে দিল পর্ষদ

সূত্রের খবর, আগামী ২২ থেকে ২৪ তারিখ শ্রীনগরে আয়োজিত তৃতীয় G20 Tourism Working Group-এর বৈঠকে কমপক্ষে ১০০ জন প্রতিনিধি আসছেন৷ তবে বৈঠকে যোগ দিচ্ছেন না চিন এবং তুরস্কের কোনও প্রতিনিধি৷

আগামী ২৪ তারিখ গুলমার্গে G20 -র প্রতিনিধিদের একটি বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠক বাতিল করা হয়েছে৷ আগামী ২৫ মে পর্যন্ত শ্রীনগরের গুরুত্বপূর্ণ স্কুলগুলি বন্ধ৷ কাজে বেরতে বারণ করা হয়েছে কাশ্মীরি পণ্ডিতদেরও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাজৌরি এবং পুঞ্চে সেনার উপরে জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে৷ ওই দুই হামলায় ১০ জন সেনার মৃত্যু হয়েছে৷ যাঁর মধ্যে ৫ জন স্পেশাল কম্যান্ডোও ছিলেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Jammu and Kashmir | G20 Meeting: ডাল লেকে নামল মেরিন! লালচক তোলপাড় করে তল্লাশি, আবার কী হল ভূ-স্বর্গে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল